PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন যে যদি লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হয় এবং তিনি তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসেন, তাহলে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে।
বুধবার দিল্লির প্রগতি ময়দানে সংস্কার করা আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনের পর এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমার তৃতীয় মেয়াদে, ভারত গর্বিতভাবে অন্য দুটি দেশের সঙ্গে শীর্ষ তিনটি অর্থনীতি হিসাবে দাঁড়াবে... ইয়ে মোদী কি গ্যারান্টি হ্যায়" (এটা মোদীর গ্যারান্টি)।"
"আমি এই দেশের মানুষকেও আশ্বস্ত করতে চাই যে ২০২৪ সালের পরে, ভারতের উন্নয়ন যাত্রা ত্বরান্বিত হবে," প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন। তাঁর বক্তৃতার সময়, প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের কটাক্ষ করেন এবং বলেন যে কিছু লোকের ভাল কাজ বন্ধ করে মন্তব্য করার প্রবণতা রয়েছে।
#WATCH | In my third term, India will be among the top three economies in the world...Yeh Modi ki guarantee hai, says PM Modi. pic.twitter.com/drLFWZKgS6
আরও পড়ুন
— ANI (@ANI) July 26, 2023
এদিকে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস এবং বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’। চলতি বাদল অধিবেশনেই সংসদের নিম্নকক্ষে শক্তি-পরীক্ষা দিতে হবে প্রধানমন্ত্রী মোদীর সরকারকে। গত ন’বছরে প্রধানমন্ত্রী থাকাকালীন এই নিয়ে দ্বিতীয় বার বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। বুধবার বিরোধী দলগুলির জোটের হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। পাশাপাশি বিআরএস-এর হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন সাংসদ নামা নাগেশ্বর রাও। তবে, ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’য় অংশ নেয়নি তেলঙ্গানার শাসকদল বিআরএস। যদিও সাম্প্রতিককালে একাধিকবার বিজেপির বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে বিআরএস নেতাদের।