Independence Day 2025: ৭৮ না ৭৯, এ বছর কত তম স্বাধীনতা দিবস পালিত হবে? সঠিকটা জেনে নিন

৭৮ না ৭৯, এবছর কত তম স্বাধীনতা দিবস পালন করতে ভারত? সাধারণ অঙ্কের হিসেব হলেও বিষয়টি একটু বিভ্রান্তিকর। অনেকেই সঠিক হিসেবটি জানেন না।

Advertisement
৭৮ না ৭৯, এ বছর কত তম স্বাধীনতা দিবস পালিত হবে? সঠিকটা জেনে নিনকত তম স্বাধীনতা দিবস?
হাইলাইটস
  • এবছর কত তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশে?
  • সাধারণ অঙ্কের হিসেবে ৭৮ না ৭৯?
  • বিভ্রান্তি দূর করুন এই প্রতিবেদনে

প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় ভারত। এই দিনটিতে প্রতি বছর স্বাধীনতা সংগ্রামী এবং অগুন্তি সাধারণ মানুষকে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়, যারা দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিতে দু'বার ভাবেননি। প্রতিবছর এই দিনে দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। ভাষণও দেন জাতির উদ্দেশে। স্বাধীনতা উদযাপনে দেশজুড়ে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর কিছুদিনের মধ্যেই ১৫ অগাস্ট। তবে দিনটি উদযাপন করার আগে অনেকের মনেই বিভ্রান্তি তৈরি হয়েছে, এবছর কত তম স্বাধীনতা দিবস? ৭৮তম না ৭৯তম? 

জেনে নেওয়া যাক সঠিক হিসেব
২০২৫ সালে ভারত কত তম স্বাধীনতা দিবস পালন করবে? হিসেবটা এমন কিছুও জটিল নয়। ২০২৫ থেকে ১৯৪৭ বিয়োগ করলে দাঁড়ায় ৭৮। অর্থাৎ ৭৮ বছর ধরে ভারত একটি স্বাধীন দেশ। তবে এখানেই রয়েছে টুইস্ট। যদি হিসেব করা হয়, কতগুলি স্বাধীনতা দিবস আমরা পালন করছি তাহলে বিষয়টা একটু অন্যরকম হবে। আর সেখানেই তৈরি হয় বিভ্রান্তি। কেউ কেউ সাধারণ হিসেবে ধরেন, ২০২৫ থেকে ১৯৪৭ বিয়োগ করলে দাঁড়ায় ৭৮। অর্থাৎ ভারত ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে এবছর। তবে অঙ্কের হিসেবে এই ৭৮ বছর হল ভারত স্বাধীন থাকার সময়কাল। তবে ভারত কতগুলি স্বাধীনতা দিবস পালন করছে, তার হিসেবটা একটু অন্যরকম। 

১৯৪৭ সালের ১৫ অগাস্ট প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল ভারত। আর ১৯৪৮ সালে সেই স্বাধীনতা দিবসের এক বছর পূর্তি হয়। ফলে ১৫ অগাস্ট, ২০২৫ ৭৯তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত। অর্থাৎ ৭৮টি স্বাধীনতা দিবস পালিত হয়ে গিয়েছে। এবার ৭৯তম। 

হিসেব নিয়ে অনেক ক্ষেত্রেই গোলমাল হয় তবে মনে রাখতে হবে এটি সাধারণ অ্যারিথমেটিক। তবে স্বাধীনতা দিবসের আবেগ কেবলমাত্র এই নম্বর বা হিসেবেই মধ্যে আটকে নেই। এই উদযাপন আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে হয়। 

Advertisement

এবছর তাঁর লালকেল্লার ভাষণে কোন কোন ইস্যু উত্থাপন করা উচিত তা জানতে চেয়ে সাধারণ মানুষের থেকে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। NaMo App এবং MyGov.in এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে পাঠাতে পারেন স্বাধীনতা দিবসের ভাষণ নিয়ে আপনার পরামর্শ। 

 

POST A COMMENT
Advertisement