Kolkata-China Flight : এবার কলকাতা থেকে সরাসরি যাওয়া যাবে চিন, চলতি মাসেই শুরু বিমান পরিষেবা

পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চিনের মধ্যে সামরিক সংঘাতের জেরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিলে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে সেই পরিষেবা ফের চালু হচ্ছে।

Advertisement
এবার কলকাতা থেকে সরাসরি যাওয়া যাবে চিন, চলতি মাসেই শুরু বিমান পরিষেবা Kolkata To China Flight
হাইলাইটস
  • ভারত থেকে ফের চিনে সরাসরি শুরু হচ্ছে বিমান পরিষেবা
  • কলকাতা থেকে বিমান চলবে ২৬ অক্টোবর থেকে

পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চিনের মধ্যে সামরিক সংঘাতের জেরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিলে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে সেই পরিষেবা ফের চালু হচ্ছে। একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিদেশমন্ত্রক। তাদের তরফে আরও জানানো হয়েছে, ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চিনের গুয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু হবে। 

 এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে বিদেশমন্ত্রক। তাদের তরফে জানানো হয়েছে, 'চলতি বছরের শুরু থেকে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে দুই দেশ সরাসরি বিমান পরিষেবা চালু করছে। কীভাবে তা আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব তা নিয়ে আলোচনা চলছে।' 

কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্তের পরই বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়৷ তাদের তরফে জানানো হয়েছে, চিনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত প্রতিদিন বিমান চলবে। সরকারের তরফে অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দিল্লি থেকেও গুয়াংঝৌ পর্যন্ত পরিষেবা শুরু করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি৷

ওই বিমান সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, দিল্লি থেকেও তারা বিমান পরিষেবা দ্রুত শুরু করবে। ইন্ডিগো তাদের এয়ারবাস A320neo বিমান ব্যবহার করে এই ফ্লাইটগুলি পরিচালনা করবে। 

বিদেশ মন্ত্রক মনে করছে, বিমান পরিষেবা চালু হলে  দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। সাধারণ যাত্রীদের সুবিধা বাড়বে। আদান প্রদানে কোনও বাধা থাকবে না। 

২০২০ সালে দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) বরাবর ৩ বছরেরও বেশি সময় ধরে সেই নিয়ে দুই দেশের বিরোধ ছিল৷ তবে দুই দেশের সেনাকর্তারা দফায় দফায় বৈঠক করে সমঝোতা করেন। সম্প্রতি চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী মোদী। 

Advertisement

POST A COMMENT
Advertisement