India-Bangladesh Trains Cancelled: অগ্নিগর্ভ বাংলাদেশে যাবে না ভারতের কোনও ট্রেন, মৈত্রী-বন্ধন এক্সপ্রেস বাতিলই থাকছে

বাংলাদেশ থেকে ভারতে আসছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। বাংলাদেশ জুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারতের মধ্য়ে চলা একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। 

Advertisement
অগ্নিগর্ভ বাংলাদেশে যাবে না ভারতের কোনও ট্রেন, মৈত্রী-বন্ধন এক্সপ্রেস বাতিলই থাকছে kolkata dhaka maitree express
হাইলাইটস
  • বাংলাদেশ থেকে ভারতে আসছেন শেখ হাসিনা।
  • বাংলাদেশ জুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি।
  • এমন প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারতের মধ্য়ে চলা একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। 

বাংলাদেশ থেকে ভারতে আসছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। বাংলাদেশ জুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারতের মধ্য়ে চলা একাধিক ট্রেন বাতিল করল ভারতীয় রেল। 

কলকাতা ও ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৫ দিন করে চলে। গত ১৫ দিন ধরেই এই ট্রেন বন্ধ রয়েছে। আপাতত আগামিদিনেও এই ট্রেন বাতিল চলতে থাকবে। একইভাবে বন্ধন এক্সপ্রেসও বন্ধ থাকবে। এটি সপ্তাহে ২ দিন করে কলকাতা ও খুলনার মধ্যে চলাচল করে। গত ১৫ দিন ধরে এটি বাতিল রয়েছে। বন্ধন এক্সপ্রেসও আপাতত চলবে না বলে জানিয়েছে ভারতীয় রেল। 

উল্লেখ্য, বাংলাদেশ জুড়ে বিক্ষোভের পরিস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গেই ট্রেন বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত এলাকার ট্রেন পরিষেবায় রাশ টানে ভারতীয় রেল। যাত্রী ও মালবাহী উভয় পরিষেবাই বন্ধ করে দেওয়া হয়। 

ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন (Trains between India and Bangladesh)
 
(১) 13109/13110 (কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস) 19.07.2024 থেকে 06.08.2024 পর্যন্ত বাতিল রয়েছে। আপাতত আরও বেশ কিছু দিন বাতিলই থাকতে পারে।

(২) 13107/13108 (কলকাতা-ঢাকা-কোয়া, মৈত্রী এক্সপ্রেস)  19.07.2024 থেকে 06.08.2024 পর্যন্ত বাতিল করা হয়েছে। আপাতত আরও বেশ কিছু দিন বাতিল থাকবে বলে মনে করা হচ্ছে।

(৩) 13129/13130 (কলকাতা-খুলনা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস)  19.07.2024 থেকে 06.08.2024 পর্যন্ত বাতিল করা হয়েছে। আপাতত আরও বেশ কিছু দিন বাতিল থাকবে।

(৪) 13131/13132 (ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা, মিতালি এক্সপ্রেস) 21.07.2024 থেকে বাতিল করা হয়েছে, বর্তমানে ট্রেনটির রেক বাংলাদেশে রয়েছে। 

POST A COMMENT
Advertisement