আজ, রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, বিরোধী দল ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক আবার স্থগিত করা হয়েছে। বৈঠক হবে ১৯ ডিসেম্বর দিল্লিতে। যেটি ১৭ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে বৈঠক বাতিল নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এর আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ জোটের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত নেওয়ার পরে বৈঠকটি স্থগিত করা হয়েছিল। ৬ ডিসেম্বর প্রথম বৈঠকটি ডাকা হয়েছিল। ১৭ ডিসেম্বরের বৈঠকটিও স্থগিত হয়।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং রাজস্থানের নির্বাচনের ফলাফল ঘোষণার দিন কংগ্রেসের পক্ষ থেকে ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছিল। তিন রাজ্যে বিজেপি ভালোভাবে উতরে যাওয়ায় বিরোধী জোটের বৈঠক ঘোষণা করা হয়।
এদিকে, শনিবার পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৮ থেকে ২০ ডিসেম্বর দিল্লি সফরে যাবেন তিনি। এমনকি ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ইতিমধ্যে তিনি সময় চেয়েছেন বলেও খবর। সেই সফরের মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল।
ওয়াকিবহাল মহল মনে করছে, এপ্রিল-মে মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হবে ভারতে। সুতরাং দলগুলির হাতে বেশি সময় নেই। দেশে বিজেপি বিরোধী শক্তি আরও জোরদার করতে কী কী করা হবে, তা ঠিক হতে পারে ১৯ তারিখের বৈঠকে। তবে বাংলায় আসন সমঝোতায় কীভাবে এগোয় তৃণমূল, সিপিএম ও কংগ্রেস সেদিকেও নজর থাকবে বলে মনে করা হচ্ছে।