Boycott Turkey India Azerbaijan Travel Ban: তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বর্জনের ডাক ভারতীয় ধনকুবেরের, ৪ হাজার কোটির ধাক্কা?

Boycott Turkey India Azerbaijan Travel Ban: ভারতীয় পর্যটকদের ৪,০০০ কোটি টাকার অবদান তুরস্ক ও আজারবাইজানের অর্থনীতিতে। পাহালগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে সমর্থন করায়, ধনকুবের হর্ষ গোয়েঙ্কার আহ্বান: এই দেশগুলো ভ্রমণ বর্জন করুন। পর্যটন সংস্থাগুলোর বুকিং বাতিল, সোশ্যাল মিডিয়ায় #BoycottTurkey ট্রেন্ডে।

Advertisement
তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বর্জনের ডাক ভারতীয় ধনকুবেরের, ৪ হাজার কোটির ধাক্কা?তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বর্জনের ডাক ভারতীয় ধনকুবেরের, ৪ হাজার কোটির ধাক্কা?

Boycott Turkey India Azerbaijan Travel Ban: ভারতীয় ধনকুবের হর্ষ গোয়েঙ্কা সম্প্রতি তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বর্জনের আহ্বান জানিয়েছেন, কারণ এই দুই দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর। 

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, "ভারতীয়রা গত বছর তুরস্ক ও আজারবাইজানে পর্যটনের মাধ্যমে ৪,০০০ কোটিরও বেশি টাকা খরচ করেছেন। আজ, এই দেশগুলো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। দয়া করে এই দুটি দেশ এড়িয়ে চলুন।"

এই আহ্বানের পর, ভারতীয় পর্যটন সংস্থাগুলো যেমন MakeMyTrip, EaseMyTrip, এবং Cox & Kings তুরস্ক ও আজারবাইজানের জন্য বুকিং স্থগিত করেছে। MakeMyTrip জানিয়েছে, এই দুই দেশের জন্য বুকিং ৬০% কমেছে এবং বাতিলের হার ২৫০% বেড়েছে।

উদয়পুরের মার্বেল ব্যবসায়ীরা তুরস্ক থেকে ৩,০০০ কোটি টাকার মার্বেল আমদানি বন্ধ করেছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছে তুরস্ক ও অন্যান্য পাকিস্তান-সমর্থক দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে।
ভারতীয় নাগরিকদের আহ্বান জানানো হয়েছে, তারা যেন তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ থেকে বিরত থাকে এবং এই দেশগুলোর অর্থনীতিতে অবদান না রাখে। এই বয়কট আন্দোলন ভারতের জাতীয় স্বার্থ রক্ষার একটি প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement