আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ৪৮ ঘণ্টার সংঘর্ষ বিরতি হয়েছে। তবে পাকিস্তানের ভয় তা স্থায়ী হবে না। আত্মরক্ষার্থে এখন থেকে মরাকান্না জুড়েছে শেহবাজ শরিফের দেশ। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার জন্য ভারতকে দায়ী করেছে তারা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের অভিযোগ, আফগানিস্তান ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধ করছে। দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল। এবার তা নিয়ে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক।
পাকিস্তানকে কড়া জবাব দিয়ে ভারতের প্রতিক্রিয়া, আফগানিস্তান নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করছে সেজন্য পাকিস্তান হামলা চালাচ্ছে। আফগানদের স্বাধীনতার প্রশ্নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানকে দোষারোপ করে কেন্দ্রীয় সরকার জানায়, ভারত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, ভারত সরকার পাকিস্তান ও আফগানিস্তানের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে।
তাঁর আরও সংযোজন, 'প্রথমত, পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। তাদের কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করে। দ্বিতীয়ত, পাকিস্তানের দীর্ঘদিনের অভ্যাস হল নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবেশীদের দোষারোপ করে। তৃতীয়ত, আফগানিস্তান নিজস্ব আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করছে তাই পাকিস্তান ক্ষুব্ধ। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।'
কাবুলে ভারতীয় মিশন আপগ্রেড করার প্রশ্নে তিনি আরও জানান, ২০২২ সাল থেকে কাবিলে ভারতীয় মিশন কাজ করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা দূতাবাস হিসেবে কাজ করবে।
প্রসঙ্গত, আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীক-তি দেয়নি ভারত। তবে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করে গিয়েছেন। সেই আবহেই সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। তার জেরেই পাকিস্তানের দাবি, ভারত সাহায্য করছে আফগানিস্তানকে।