India Pakistan Tension: সেনাকে কুর্নিশ! জম্মু-পাঠানকোট-জয়সলমের-পোখরান, সব জায়গায় পাক ড্রোন-মিসাইল চুরমার

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত তখন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করেছিল। সেই আঘাতের পর থেকেই পাকিস্তান নতুন করে হামলার ছক কষতে শুরু করে।

Advertisement
সেনাকে কুর্নিশ! জম্মু-পাঠানকোট-জয়সলমের-পোখরান, সব জায়গায় পাক ড্রোন-মিসাইল চুরমারভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতি
হাইলাইটস
  • পাকিস্তানি মিসাইল এবং ড্রোনগুলিকে আকাশেই ধ্বংস
  • পাকিস্তান নতুন করে হামলার ছক কষতে শুরু করে
  • টানটান উত্তেজনা সীমান্তে

পাকিস্তানের বড় আক্রমণের ছক ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান একযোগে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা চালায়। পাকিস্তানের নিশানায় ছিল জম্মু এয়ার স্ট্রিপ, শ্রীনগর, জয়সলমের বিমানবন্দর, পাঠানকোট এয়ারবেস-সহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি। তবে ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আক্রমণকে একেবারে ব্যর্থ করে দিয়েছে।

পাকিস্তানি মিসাইল এবং ড্রোনগুলিকে আকাশেই ধ্বংস

সেনা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান ৭-৮ মে মধ্যরাতে মিসাইল ও ড্রোন ব্যবহার করে বড় আক্রমণ চালানোর চেষ্টা করে। ভারতের আধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে ‘সুদর্শন চক্র’ বলা হয়, সেই হামলা আটকাতে সফল হয়। আকাশে ভেসে আসা পাকিস্তানি মিসাইল এবং ড্রোনগুলিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

পাকিস্তানের মিসাইলগুলির লক্ষ্যবস্তু ছিল শ্রীনগর, জম্মু, পাঠানকোট, আমৃতসর, লুধিয়ানা, ভাটিন্দা, জয়সলমের, পোখরান-সহ ভারতের একাধিক সেনাঘাঁটি। কিন্তু ভারতের সজাগ নজরদারি এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এই হামলাকে ব্যর্থ করে দেয়। সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে।

পাকিস্তান নতুন করে হামলার ছক কষতে শুরু করে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত তখন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করেছিল। সেই আঘাতের পর থেকেই পাকিস্তান নতুন করে হামলার ছক কষতে শুরু করে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় সেনা সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তান একাধিক স্থানে একযোগে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি-ড্রোন ইউনিট সেই আক্রমণকে ব্যর্থ করেছে।

টানটান উত্তেজনা সীমান্তে

এই ঘটনায় ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। সেনা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। বিশেষজ্ঞদের মতে, ভারতের এ ধরনের দ্রুত প্রতিক্রিয়া এবং প্রতিরক্ষার সক্ষমতা পাকিস্তানকে বড় বার্তা দিয়েছে যে, দেশের মাটি রক্ষায় ভারত সর্বদা প্রস্তুত।

Advertisement

এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সেনা সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং আকাশপথে টহলও চালানো হচ্ছে যাতে পাকিস্তান নতুন কোনো হামলার চেষ্টা করতে না পারে।

POST A COMMENT
Advertisement