India on Venezuela: ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে মুখ খুলল ভারত, যা জানাল মোদী সরকার

ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি।

Advertisement
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে মুখ খুলল ভারত, যা জানাল মোদী সরকারদক্ষিণ আমেরিকার ওই দেশে যা ঘটছে, তা ভারতের কাছে ‘ডিপ কনসার্ন’-এর বিষয়।
হাইলাইটস
  • ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত।
  • রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। 
  • বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ওই দেশে যা ঘটছে, তা ভারতের কাছে ‘ডিপ কনসার্ন’-এর বিষয়।

ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। ৪ জানুয়ারি প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ওই দেশে যা ঘটছে, তা ভারতের কাছে ‘ডিপ কনসার্ন’-এর বিষয়।

বিদেশ মন্ত্রকের বক্তব্য, 'ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী উদ্বেগজনক। গোটা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি।' একই সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে ভারত। বিবৃতিতে বলা হয়েছে, একমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। সংঘাত নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়া উচিত, মত নয়াদিল্লির।

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'ভারত ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার পক্ষে। আমরা সব পক্ষকে আহ্বান জানাই, যাতে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা হয় এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।'

ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের বিষয়েও আশ্বস্ত করেছে কেন্দ্র। জানানো হয়েছে, কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিবৃতিতে বলা হয়েছে, 'কারাকাসের ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম সহায়তা প্রদান করবে।'

উল্লেখ্য, শনিবারই বিদেশ মন্ত্রক আলাদা করে একটি পরামর্শ জারি করে ভেনেজুয়েলায় অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলতে ভারতীয় নাগরিকদের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, যাঁরা বর্তমানে ভেনেজুয়েলায় রয়েছেন, তাঁদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। চলাফেরার ক্ষেত্রে সীমাবদ্ধতা বজায় রাখা এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কূটনৈতিক উদ্বেগের আবহেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর আন্তর্জাতিক ঘটনা। শনিবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা করেন, ভেনেজুয়েলায় ‘বৃহৎ পরিসরের’ সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা। সেই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি ট্রাম্পের।

Advertisement

মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাদুরোর বিরুদ্ধে নার্কো-টেররিজম ষড়যন্ত্র, কোকেন পাচার, স্বয়ংক্রিয় অস্ত্র ও বিধ্বংসী অস্ত্র রাখার ষড়যন্ত্র-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

এর মধ্যেই ট্রাম্প দাবি করেন, আপাতত ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব সামলাতে সাহায্য করবে আমেরিকা। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'নিরাপদ, সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা দেশটি চালাতে সাহায্য করব।' এই অভিযানকে ‘অত্যন্ত সফল’ বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রবিবার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে বলেছে। প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালতের সাংবিধানিক বেঞ্চ।

সব মিলিয়ে, ভেনেজুয়েলা ঘিরে যে আন্তর্জাতিক টানাপড়েন তৈরি হয়েছে, তা শুধু দক্ষিণ আমেরিকাতেই সীমাবদ্ধ নেই। ভারতও যে এই পরিস্থিতি নিয়ে গভীর ভাবে চিন্তিত, তা বিদেশ মন্ত্রকের বিবৃতিতেই স্পষ্ট। সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়ে পরিস্থিতি শান্ত করার বার্তা দিল নয়াদিল্লি।

POST A COMMENT
Advertisement