বন্দে ভারত স্লিপারের ঘোষণা কেন্দ্রেরভোটমুখী বাংলা ও অসমকে বড় উপহার মোদী সরকারের। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাচ্ছে বাংলা ও অসম। গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বন্দে ভারত স্লিপার কোচ। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই গুয়াহাটি-কলকাতা বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন। ইতিমধ্যে এই রুটে সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনে অসম ও বাংলার খাবার পরিবেশন করা হবে। কলকাতা থেকে যে ট্রেন ছেড়ে অসমে যাবে সেখানে বাঙালি খাবার থাকবে। গুয়াহাটি থেকে যে ট্রেন আসবে তাতে অসমের খাবার দেওয়া হবে।
এখনও পর্যন্ত দেশে বন্দে ভারতের কোনও স্লিপার কোচ নেই। এই প্রথম বাংলা ও অসমকে স্লিপার বন্দে ভারত দিচ্ছে কেন্দ্র। প্রকৃতপক্ষে, বাংলা ও অসম দুই রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। দুই রাজ্যকে বন্দে ভারত স্লিপার কোচ উপহার দিচ্ছে মোদী সরকার। কার্যত এক সুতোয় দুই রাজ্যকে গেঁথে দিলেন।
গুয়াহাটি-কলকাতা বন্দে ভারত স্লিপারের ভাড়া কত হবে?
তিনি আরও বলেন, এই বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া হবে থার্ড এসির খাবার সহ প্রায় ২ হাজার ৩০০ টাকা, সেকেন্ড এসির ভাড়া ৩ হাজার টাকা এবং ফার্স্ট এসির জন্য ৩ হাজার ৬০০ টাকা।
বন্দে ভারত স্লিপারের উদ্বোধন কবে?
নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ট্রেনটি উদ্বোধন করবেন। তিনি বলেন, ১৬ কোচের এই স্লিপার ট্রেনটি এক হাজার থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ দূরত্বের জন্য তৈরি করা হয়েছে। ট্রেনটি অত্যাধুনিক যাত্রী সুযোগ-সুবিধা দিয়ে সুসজ্জিত। আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক টয়লেটও রয়েছে।
এখনও পর্যন্ত দেশে বন্দে ভারতের কোনও স্লিপার কোচ নেই। এই প্রথম বাংলা ও অসমকে স্লিপার বন্দে ভারত দিচ্ছে কেন্দ্র। প্রকৃতপক্ষে, বাংলা ও অসম দুই রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। দুই রাজ্যকে বন্দে ভারত স্লিপার কোচ উপহার দিচ্ছে মোদী সরকার। কার্যত এক সুতোয় গেঁথে দিলেন।