পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলার করেছে ভারত? এয়ার মার্শাল বললেন...

ভারতীয় বিমান বাহিনীর স্পষ্ট ঘোষণা: পাকিস্তানের কিরানা পাহাড়ে কোনও হামলা চালানো হয়নি। অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত জানুন।

Advertisement
পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে হামলার করেছে ভারত? এয়ার মার্শাল বললেন...সাংবাদিক বৈঠকে ভারতীয় এয়ারমার্শাল

ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার আবহে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামক এক গোপন অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনা যেমন পাসরুর, চুনিয়ান ও আরিফওয়ালায় এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়। কিন্তু গুজব উঠেছিল, ভারত নাকি পাকিস্তানের পরমানু ঘাঁটি, কিরানা পাহাড়ে হামলা করেছে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে।

এই বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস, এয়ার মার্শাল এ.কে. ভরতি এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আপনাদের ধন্যবাদ জানাই কিরানা পাহাড়ে পারমাণবিক স্থাপনার বিষয়ে অবহিত করার জন্য; আমরা এ সম্পর্কে অবগত ছিলাম না। আমরা কিরানা পাহাড়ে কোনো হামলা চালাইনি, সেখানে যা কিছুই থাকুক না কেন।”

পাকিস্তানের কিরানা পাহাড় এলাকা একাধিকবার আন্তর্জাতিক পর্যবেক্ষণে এসেছে। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে এই অঞ্চলে গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক চাপে তা বন্ধ হয়।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান ছিল কেবলমাত্র সামরিক হুমকি মোকাবিলায় সীমাবদ্ধ এবং কৌশলগত লক্ষ্যেই সীমাবদ্ধ ছিল। কোনো পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা হয়নি।

এছাড়াও, ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী জানিয়েছে, তাদের সকল ইউনিট প্রস্তুত এবং ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে সম্পূর্ণ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের নিজস্ব কাউন্টার-ড্রোন প্রযুক্তিও কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement