India Nuclear Weapons: কেঁদে কুল পাবে না পাকিস্তান! পরমাণু শক্তিধর ভারতের ভাণ্ডারে কী কী মিসাইল?

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয়েছে পরমাণু অস্ত্র প্রয়োগের। যদিও নো ফার্স্ট অ্যাটাক পলিসিতে চলে ভারত। তবে পাকিস্তান চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সেক্ষেত্রে ঝালিয়ে নেওয়া যাক ভারতের ভাণ্ডারে কী কী রয়েছে।

Advertisement
কেঁদে কুল পাবে না পাকিস্তান! পরমাণু শক্তিধর ভারতের ভাণ্ডারে কী কী মিসাইল? India Nuclear Weapons
হাইলাইটস
  • আশঙ্কা তৈরি হয়েছে পরমাণু অস্ত্র প্রয়োগের
  • নো ফার্স্ট অ্যাটাক পলিসিতে চলে ভারত
  • ভারতের ভাণ্ডারে কী কী পরমাণু অস্ত্র?

জোরদার সংঘর্ষ বেঁধেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। অপারেশন সিঁদুর চালিয়েছে পাক ভূখণ্ডে। খতম করা হয়েছে জঙ্গি ঘাঁটি। নিকেশ হয়েছে শতাধিক সন্ত্রাসবাদী। দিশেহারা পাকিস্তান লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে যাচ্ছে সীমান্তে। মিসাইল, ড্রোন হামলারও চেষ্টা চালাচ্ছে। যদিও ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক দুর্ভেদ্য ডিফেন্স ফোর্স তা রুখে দিয়েছে। এই আবহে আশঙ্কা তৈরি হয়েছে নিউক্লিয়ার অস্ত্র প্রয়োগের। 

পাকিস্তান ইতিমধ্যেই পরমাণু অস্ত্র পরীক্ষার দাবি করেছে। এই আবহে ঝালিয়ে নেওয়া যাক ভারতের কাছে কত সংখ্যক এবং কী কী পরমাণু হাতিয়ার রয়েছে। পরমাণু শক্তিধর ভারতের কাছে কি টিকতে পারবে পাকিস্তান? যদিও ভারতে 'নো ফার্স্ট অ্যাটাক' পলিসিতে অটুট। 

পারমাণবিক অস্ত্রে ধারে-ভারে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নয়াদিল্লি। গত কয়েক বছরে ভারত-পাক পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা বেড়েছে। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ‘ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট’ নামে বিজ্ঞানীদের সংগঠন। সেখানেই দুই দেশের নিউক্লিয়ার অস্ত্রভাণ্ডারের ছবিটা স্পষ্ট হয়েছে।  মার্কিন গবেষকদের দাবি,ইসলামাবাদের চেয়ে কয়েক যোজন এগিয়ে রয়েছে নয়াদিল্লি। 

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নয়াদিল্লির পরমাণু অস্ত্রের সংখ্যা ১৮০। সেখানে পাক সেনার কাছে আছে ১৭০টি পারমাণবিক অস্ত্র। জল-স্থল-আকাশ এবং সমুদ্রের গভীর থেকে পরমাণু হামলা চালাতে সক্ষম ভারত। এই ক্ষমতা এখনও অর্জন করতে পারেনি পাকিস্তান।

কী কী নিউক্লিয়ার হাতিয়ার রয়েছে ভারতের কাছে? 
> ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান। এটি পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।
> অগ্নি এবং পৃথ্বী সিরিজ়ের দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতীয় সেনার অস্ত্রাগারে।
> রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রও রয়েছে।
> নৌবাহিনীর কাছ রয়েছে কে-১৫ সাগরিকা নামের একটি ক্ষেপণাস্ত্র।

এছাড়াও মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, অস্ত্র নির্মাণের জন্য সমৃদ্ধ প্লুটোনিয়াম বহুল পরিমাণে উৎপাদন করছে নয়াদিল্লি। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক প্যানেলের জারি করা তথ্য অনুযায়ী, পরমাণু বোমা তৈরির জন্য ভারতের কাছে প্রায় ৬৮০ কিলোগ্রাম প্লুটোনিয়াম রয়েছে। এর সাহায্যে ১৩০ থেকে ২১০টি আণবিক বোমা নির্মাণ সম্ভব।

Advertisement

পরমাণু বোমা ফেলার জন্য বোমারু বিমানের প্রয়োজন হয়। সেটি অবশ্য বর্তমানে নেই ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে।

সেখানে পাকিস্তানের কাছে বর্তমানে মোট ১৭০টি পরমাণু অস্ত্র রয়েছে। ভারত এবং পাকিস্তান ছাড়াও  মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, উত্তর কোরিয়া এবং ইজরায়েলের কাছে পরমাণু হাতিয়ার রয়েছে। 

 

 

POST A COMMENT
Advertisement