
ন্যাশনাল,Narendra Modi,Joe Bidenব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগ দেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন। সেই ছবিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নমো। প্রধানমন্ত্রী লেখেন, 'আপনার সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।' প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও সাক্ষাৎ সারেন।
১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নাইজেরিয়া, ব্রাজিল এবং গায়ানায় পাঁচ দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া সফর শেষে সোমবার ব্রাজিল পৌঁছন তিনি। রিও ডি জেনিরোতে পৌঁছানোর পর নমোকে সেখানে বসবাসকারী ভারতীয়রা স্বাগত জানান। ২০২১ এবং ২০১৯ সালে ব্রিকস সম্মেলনের পর এটিই প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় ব্রাজিল সফর। গত বছর, ভারত নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল। সেবার চাঁদের হাট বসেছিল এদেশে।
জি-২০ হল একটি আন্তর্জাতিক ফোরাম যেখানে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) সদস্য রয়েছে। এর উদ্দেশ্য হল বৈশ্বিক অর্থনীতি, আর্থিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা। বিশ্বের অর্থনৈতিক নীতি নির্ধারণে এই দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

১৯৯৯ সালে গঠিত হয়েছিল জি-২০। মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী আর্থিক সংকট মোকাবিলা করা এবং অর্থনৈতিকভাবে নিজেদের সমৃদ্ধ করা। এই সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্রের প্রধানরা (প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা তাদের প্রতিনিধি) বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে একত্রিত হন।