
France Rafale Buy India: ভারতের আরও ১১৪ টি রাফেল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া বড়সড় এক ধাপ এগোল। ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড এই প্রকল্পে প্রাথমিক অনুমোদন দিয়েছে। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছিল, এবার সেই আলোচনাই আনুষ্ঠানিক কাঠামো পেল।
এখন যাবে উচ্চস্তরের কমিটির কাছে
পরবর্তী ধাপে পুরো প্রস্তাব যাবে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের কাছে, যার নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে নীতিগত সব দিক খতিয়ে দেখা হবে। কাউন্সিল সবুজ সংকেত দিলে তারপর যাবে টপ-লেভেল অনুমোদনের জন্য।
চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি
ফাইলটি শেষে যাবে সিসিএস-এর কাছে (ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি)। দেশের নিরাপত্তা নীতি ও কৌশলগত পরিকল্পনার ভিত্তিতে এখানেই চূড়ান্ত সায় দেওয়া হয়। অনুমোদন পাওয়া মাত্রই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে বলে প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ফেব্রুয়ারিতে হতে পারে মোদী-ম্যাক্রোঁ বৈঠক
সূত্রের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-এর বৈঠকের সময় এই ‘মেগা ডিল’ চূড়ান্ত করার দিকেই এগোচ্ছে দুই দেশ। যদি ঠিকঠাক পরিকল্পনা মাফিক সব এগোয়, তবে এর মধ্যেই পুরো কেনাকাটার কাঠামো ঘোষণা হতে পারে।
ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়বে
রাফেলের সংখ্যা আরও বাড়লে ভারতীয় বায়ুসেনার স্ট্রাইক ক্যাপাসিটি ও প্রতিরক্ষামূলক শক্তি অনেকগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান বিমান শক্তির মুখে এটি ভারতের কৌশলগত অবস্থানকে আরও দৃঢ় করবে।