আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার ভয় দেখানোর চেষ্টা করেছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাল্টা জবাব দিল ভারতও। পাকিস্তানকে রীতিমতো ঝেড়ে কাপড় পড়িয়েছে নয়াদিল্লি। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, এই সমস্ত পরমাণু জুজুতে ভারত ভীত নয়। প্রয়োজনে পদক্ষেপ করতেও প্রস্তুত।
বিদেশ মন্ত্রকের বিবৃতি
ভারতের বিদেশ মন্ত্রক মুনিরের মন্তব্য প্রসঙ্গে বলে, 'পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা সফরকালে যা যা বলেছেন, তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারে। যেভাবে অপরিণত ভাবে এই সব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথাচাড়া দেবে, সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না।'
এদিকে যে আমেরিকা ভারত-পাক সংঘাতে মধ্যস্থতার দাবি করেছিল, সেই আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পরমাণু বোমা দিয়ে অর্ধেক বিশ্ব ধ্বংস করার হুমকি দিয়েছেন মুনির। আমেরিকাকে পরোক্ষ খোঁচা মেরে ভারত বলেছে, 'এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধুরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এহেন মন্তব্য করেছে।' ভারত আরও একবার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের পরমাণু জুজুতে ভারত ভয় পায় না। প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করতে ভারত পিছ পা হবে না।
উল্লেখ্য, মার্কিন মুলুকে দাঁড়িয়ে একটি অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আসিম মুনির বলেছেন, পাকিস্তান নাকি এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করবে। এই আবহে স্বভাবতই প্রশ্ন উঠছে, বাংলাদেশকে কি পাকিস্তান সেই ক্ষেত্রে 'বেস' হিসেবে ব্যবহার করবে? দ্য প্রিন্টের প্রকাশিত খবর অনুযায়ী, মুনির আমেরিকায় দাঁড়িয়ে সেই অনুষ্ঠানে বলেছেন, 'এবার আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব। যেখানে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সব সম্পদ রয়েছে। তারপর আমরা পশ্চিমের দিকে যাব।' পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন যে 'আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা (কোনও যুদ্ধে) হেরে যাচ্ছিতাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।'
মুনিরের ফাউল
পাকিস্তানকে 'ডাম্পার ট্রাক' এবং ভারতকে 'চকচকে মার্সিডিজ' গাড়ি হিসেবে আখ্যা দিয়েছেন মুনির। ফাউল করে ফেলে তিনি বলেন, 'ভারত হল হাইওয়েতে ছুটতে থাকা চকচকে মার্সিডিজের মতো এবং পাকিস্তান হল পাথর বোঝাই করা ডাম্পার ট্রাক। তাহলে দুটোর মুখোমুখি সংঘর্ষ হলে কোনটার বেশি ক্ষতি হবে? সিন্ধু সিস্টেমে উপনদের উপর ভারত বাঁধ তৈরি করলে পাকিস্তান তা ১০টি মিসাইল দিয়ে উড়িয়ে দেবে।'