Narendra Modi,Mian Muhammad Shehbaz Sharifওয়াজিরিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৩ পাক সেনা। এই হামলার দায় ভারতের উপর চাপিয়ে বিবৃতি জারি করেছে ইসলামাবাদ। জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিল বিদেশ মন্ত্রক। শনিবার রাতেই পাল্টা বিবৃতি জারি করে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে পড়শি দেশকে কার্যত ধুয়ে দিয়েছে ভারত।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের নজরে এসেছে, পাক সেনার তরফে একটি বিবৃতি জারি করে ২৮ জুন ওয়াজ়িরিস্থানে হওয়া হামলার ঘটনায় ভারতকে দায়ী করা হয়েছে। এই বিবৃতির তীব্র নিন্দা করছে ভারত। একইসঙ্গে বিবৃতিতে ওঠা দাবি প্রত্যাখান করে জানানো হচ্ছে এরকম কোনও কিছুর সঙ্গে ভারত যুক্ত নয়।’
শনিবার, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্থান জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনা নিহত হন। পাক সেনা আধিকারিকের দাবি, এই ঘটনায় কমপক্ষে ১০ জন সেনা সহ ১৯ জন সাধারণ মানুষও আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ৬ শিশুও। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ে ঢুকে পড়ে। জনবসতিপূর্ণ অঞ্চলে এই আত্মঘাতী হামলায় আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্থ হয়। দু'টি বাড়ির ছাদ ও পাঁচিল ধসে গিয়েছে বলে খবর।
এদিকে, আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী ইউনিট, যা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) এর সঙ্গে যুক্ত একটি দল।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-র সঙ্গে গুলির লড়াইয়ে পাক মেজর মইজ আব্বাস শাহের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন বলে দাবি করেছিলেন ওই পাক মেজর। এই ঘটনায় পাক সেনাবাহিনী দাবি করেছে, ওই ঘটনায় টিটিপির ১১ জনকে খতম করা হয়েছে। ডন নিউজ সূত্রে খবর, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযানের সময় দুই সেনা জওয়ান নিহত হয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন ওই পাক মেজর।