জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ক্রমেই কড়া পদক্ষেপের পথে হাঁটছে ভারত। পাকিস্তানের উপর আরও চাপ বাড়াল নয়া দিল্লি। পাক নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বৃহস্পতিবার বাতিল করে দেওয়া হল।
এমনকী, মেডিক্যাল ভিসার বৈধতার সময়ও বেঁধে দিল মোদী সরকার। এই ভিসার মেয়াদ থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাক নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করা হল, যা কার্যকর করা হবে ২৭ এপ্রিল থেকে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ভারতে থাকা পাক নাগরিকরা যাতে নিজেদের দেশে ফিরে যান, সেই বার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, 'ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করে শাস্তি দেবে। শাস্তি দেওয়া হবে তাদের মদতদাতাদেরও।' মোদী এ-ও বলেছেন, 'যে সব জঙ্গি এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা কল্পনাতীত।'
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত।