India Russia Business Deal: 'পরমাণু প্রযুক্তি থেকে জাহাজ নির্মাণ', ভারতের সঙ্গে সমঝোতার কথা জানালেন পুতিন

India Russia Business Deal: সাক্ষাৎকারে পুতিন ভারতের উন্নয়নযাত্রার প্রশংসা করে জানান, শক্তিশালী অর্থনৈতিক গতি নিয়ে এগিয়ে চলেছে ভারত, যার প্রবৃদ্ধি বর্তমানে ৭.৭ শতাংশ। তাঁর কথায়, এটি প্রধানমন্ত্রী মোদির বড় সাফল্য এবং দেশের নাগরিকদের গর্ব করার মতো অর্জন। সমালোচক থাকবেই, তবে বাস্তব পরিসংখ্যানই ভারতের উন্নতি প্রমাণ করছে, এমনটাই মন্তব্য তাঁর।

Advertisement
'পরমাণু প্রযুক্তি থেকে জাহাজ নির্মাণ', ভারতের সঙ্গে সমঝোতার কথা জানালেন পুতিন

India Russia Business Deal:ভারত-রাশিয়া কূটনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজতকের ‘ওয়ার্ল্ড এক্সক্লুসিভ’ সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের মধ্যে শিগগিরই উচ্চপ্রযুক্তি থেকে শুরু করে স্পেস, নিউক্লিয়ার বিজ্ঞান, জাহাজ নির্মাণ ও ভবিষ্যতের অত্যাধুনিক প্রযুক্তি, বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রসার ঘটতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছনোর পর বিশেষ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই স্বাগত জানান পুতিনকে, যা আলোচনার আগে দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতাকেই তুলে ধরে।

সাক্ষাৎকারে পুতিন ভারতের উন্নয়নযাত্রার প্রশংসা করে জানান, শক্তিশালী অর্থনৈতিক গতি নিয়ে এগিয়ে চলেছে ভারত, যার প্রবৃদ্ধি বর্তমানে ৭.৭ শতাংশ। তাঁর কথায়, এটি প্রধানমন্ত্রী মোদির বড় সাফল্য এবং দেশের নাগরিকদের গর্ব করার মতো অর্জন। সমালোচক থাকবেই, তবে বাস্তব পরিসংখ্যানই ভারতের উন্নতি প্রমাণ করছে, এমনটাই মন্তব্য তাঁর।

আগামী দিনে কোন ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রশ্নের উত্তরে পুতিন বলেন, হাই-টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হবে সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাঁর মতে, AI এমন একটি প্রযুক্তি, যা আগামী শতকের পথরেখা ঠিক করবে। তবে এর সঙ্গে নানান চ্যালেঞ্জও রয়েছে, আর ভারতের সঙ্গে যৌথভাবে সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ বেছে নেওয়ার কথাই ভাবছে রাশিয়া।

কোনও নির্দিষ্ট চুক্তি নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে পুতিন জানান, আপাতত ঘোষণা করার সময় আসেনি। ভারত সফরের মধ্যেই সব গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও যৌথ বিবৃতি প্রকাশিত হবে। তাই বড় ঘোষণা আসবে দু’দেশের মুখোমুখি বৈঠকের পরই।

সাক্ষাৎকারজুড়ে পুতিন স্পষ্ট করে দেন, ভারত-রাশিয়া অংশীদারি শুধু ঐতিহ্যগত বন্ধুত্বের উপর দাঁড়িয়ে নেই, বরং প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ এবং উদীয়মান ভবিষ্যতের ক্ষেত্রগুলোতেই দুই দেশের সম্পর্ক আরও গভীর হতে চলেছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি হলেও, কূটনৈতিক বার্তা পরিষ্কার, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

 

POST A COMMENT
Advertisement