India Pakistan Tension: জয় হিন্দ... পাকিস্তানের দু'টি JF-17 ও F-16 সহ ৩টি যুদ্ধবিমান নামিয়ে দিল ভারত

পাকিস্তান যখন জম্মুতে হামলার ছক কষছে, তখনই সীমান্তের কাছে ভারতীয় সেনার নজরে আসে একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান। সেটি ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি চালিয়ে সেই বিমানটিকে ভূপাতিত করে। সীমান্তবর্তী এলাকায় কেজি টপ অঞ্চলে একের পর এক পাকিস্তানি ড্রোনও উড়ে আসছিল। তবে সেগুলিও সময়মতো গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা।

Advertisement
জয় হিন্দ... পাকিস্তানের দু'টি JF-17 ও F-16 সহ ৩টি যুদ্ধবিমান নামিয়ে দিল ভারত পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান নামানোর সেই ছবি
হাইলাইটস
  • সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়
  • F-16 ও ড্রোন হামলার জবাব
  • ‘দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপোস নয়’

ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের দুটি JF-17 এবং একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক AWACS বিমানও ধ্বংস হয়েছে। জানা গিয়েছে, এই বিমানটি পাকিস্তানের নিজস্ব পঞ্জাব প্রদেশের ভেতরে ভেঙে পড়ে।

সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়

এদিন সকালে পাকিস্তান জম্মুর একটি বিমানঘাঁটিতে রকেট হামলা চালায়। তবে ভারতীয় সেনাবাহিনী সেই হামলাকে পুরোপুরি ব্যর্থ করে দেয়। সেনা সূত্রে খবর, পাকিস্তান যে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, সেগুলি জম্মু বিমানঘাঁটিকে নিশানা করেছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর আধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে সেই সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। সতর্ক নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ার ফলেই বড় বিপদ এড়ানো গেছে।

F-16 ও ড্রোন হামলার জবাব

পাকিস্তান যখন জম্মুতে হামলার ছক কষছে, তখনই সীমান্তের কাছে ভারতীয় সেনার নজরে আসে একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান। সেটি ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি চালিয়ে সেই বিমানটিকে ভূপাতিত করে। সীমান্তবর্তী এলাকায় কেজি টপ অঞ্চলে একের পর এক পাকিস্তানি ড্রোনও উড়ে আসছিল। তবে সেগুলিও সময়মতো গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা।

‘দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপোস নয়’

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা সবার আগে। সেনাবাহিনী সম্পূর্ণ সজাগ ও যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। সীমান্তে শান্তি রক্ষা করতে সেনা সর্বদা দায়িত্বে আছে, তবে দেশের সুরক্ষার স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় স্পষ্ট হয়েছে, ভারত যেমন শান্তির পক্ষে, তেমনি দেশের মাটিতে কোনও হামলা হলে তার যোগ্য জবাব দিতেও প্রস্তুত।

POST A COMMENT
Advertisement