পাকিস্তানের ভিতরে ১০০ কিমি ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার গুজরাতের গান্ধীনগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই এই কথা বলেন।
অমিত শাহ বলেন, 'জঙ্গিরা ভাবত, তাদের হুমকিতেই আমরা ভয় পেয়ে যাব। কিন্তু আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনী এমন জবাব দিয়েছে, যা তারা কল্পনাও করতে পারেনি।'
তিনি জানান, এই সামরিক অভিযানের নাম ছিল 'অপারেশন সিঁদুর'। অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে মোট ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়। এই ঘাঁটিগুলি জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবা-র মতো জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত ছিল। এরা ভারতের মাটিতে হামলার ছক কষছিল।
অমিত শাহ বলেন, 'আমাদের সেনাবাহিনী এমন জবাব দিয়েছে যে পাকিস্তানের ভিতরে ১০০ কিমি গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।'
২২ এপ্রিল, অনন্তনাগ জেলার পহলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর পর এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। সেই হামলার পরে পাকিস্তান ড্রোন ও মিসাইল দিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পরিকাঠামোকে টার্গেট করে হামলা চালায়। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এই হামলাগুলি রুখে দেয়।
অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই নিখুঁত হয়েছে যে একটাও মিসাইল বা ড্রোন ভারতের জমিতে পৌঁছতে পারেনি।'
ভারত এরপর পাকিস্তানের ১১টি এয়ারবেসে আঘাত হানে। এই হামলার ফলে পাকিস্তানের আকাশপথে আক্রমণের ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে যায়। তবে এই হামলায় কোনও বেসামরিক মানুষের ক্ষতি হয়নি।
অমিত শাহ বলেন, 'আমরা ওদের এয়ার অ্যাটাকের ক্ষমতা ধ্বংস করেছি।'
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'মোদীজি যখন থেকে শপথ নিয়েছেন, প্রতিটি হামলার জবাব এমন নিখুঁত ও শক্তিশালীভাবে দিয়েছেন যে গোটা বিশ্ব আজ বিস্ময়ে তাকিয়ে রয়েছে।'
তিনি ভারতীয় সেনার সাহসকে কুর্নিশ জানিয়ে বলেন, 'আমি আমাদের সেনার বীরত্বকে স্যালুট জানাই।'
অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ভারতের জনগণের উপর কোনও জঙ্গি হামলা হলে তার জবাব হবে দ্বিগুণ শক্তিতে।'