scorecardresearch
 

PM Modi At India Today Conclave 2023: ভারত থেকে চুরি যাওয়া মূর্তি ফেরাতে দেশগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে: প্রধানমন্ত্রী

'আইকন অফ ইন্ডিয়া' শীর্ষক আলোচনায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে পাচার হয়ে যাওয়া পুরনো মূর্তি ভারতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে নিজের আনন্দ চেপে রাখেননি প্রধানমন্ত্রী।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এর ২০তম এডিশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • 'আইকন অফ ইন্ডিয়া' শীর্ষক আলোচনায় ভাষণ দেন

ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এর ২০তম এডিশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'আইকন অফ ইন্ডিয়া' শীর্ষক আলোচনায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে পাচার হয়ে যাওয়া পুরনো মূর্তি ভারতে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে নিজের আনন্দ চেপে রাখেননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আজ বিশ্বে ভারতের ছবিটা এমনই উজ্জ্বল হয়েছে যে ভারত থেকে তাদের দেশে পাচার হয়ে চলে যাওয়া বিভিন্ন মূর্তি নিজেরাই ফেরত দেওয়ার কথা বলছে অন্য দেশগুলি। ভারত থেকে চুরি যাওয়া মূর্তি ফেরত দেওয়ার জন্য দেশগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে।'

বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ইন্ডিয়া টুডে-র দর্শকদের নমস্কার জানান মোদী। মোদী বলেন, 'আজ দুনিয়ার তাবড় অর্থনীতিবিদরা, চিন্তাবিদরা বলেন, বর্তমান সময়, ভারতের সময়। কিন্তু যখন ইন্ডিয়া টুডে গ্রুপ যখন এটা বলে, তখন তা স্পেশাল। যদিও আমি ২০ মাস আগে লালকেল্লা থেকে বলেছিলাম, এটাই সময়। সঠিক সময়। বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত এগিয়ে যাচ্ছে।'

আরও পড়ুন: India Today Conclave : ছুটির দিনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কী করেন ? জানালেন প্রধান বিচারপতি

বর্তমান বিশ্বে নানা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, '১০০ বছরের সবচেয়ে বড় মহামারি এল। দুটি দেশ এখন যুদ্ধ করছে। গোটা দুনিয়া আর্থিক সমস্যায় জর্জরিত। এরকম স্থিতিতে ইন্ডিয়া মোমেন্টের বিষয় নিয়ে আলোচনা গর্বের। আজ গোটা দুনিয়া ভারত নিয়ে আস্থায় ভরপুর। বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থব্যবস্থা। আজ ভারত সবচেয়ে বেশি ইন্টারনেট ডেটা ইউজার। দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় মোবাইল ম্যানুফ্যাকচারার।' ২০২৩ সালের প্রথম ৭৫ দিনে তাঁর সরকারের অর্জনগুলিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement