কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এক বিরোধী নেতা। কয়েক দিন আগে এমন দাবিই করেছিলেন গড়করি। তবে কোন বিরোধী নেতা প্রস্তাব দিয়েছিলেন, তা খোলসা করেননি তিনি। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চে ফের এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী।
এই প্রসঙ্গে গড়করি বলেন, 'যখন আমায় প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয় বিরোধী দল, আমি তাঁদের জিজ্ঞাসা করেছিলাম, কেন আমায় প্রধানমন্ত্রী বানাতে চাইছেন? প্রধানমন্ত্রী হওয়া আমার উচ্চাকাঙ্খা নয়।' বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল গড়করিকে। এমনকি, লোকসভা ভোটের পরও এই প্রস্তাব তাঁকে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
এই প্রসঙ্গে গড়করি আরও বলেছেন, 'আমি কোনও দৌড়ে নেই। কাউকে বায়োডাটাও দিইনি। আমি আমার কাজ করছি। যেখানে আছি, ভাল আছি। প্রধানমন্ত্রী মোদী এবং আরএসএসকে এ ব্যাপারে জিজ্ঞাসা করুন।' তাঁর কথায়, 'আমি দলের কর্মী এবং আরএসএস সদস্য। যদি মন্ত্রীও না হই, কোনও আক্ষেপ থাকবে না। আমি আমার কাজ করে যাব। অন্য কিছু নিয়ে ভাবব না।'
প্রসঙ্গত, ২০১৯ এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আলোচিত হয়েছিল গড়করির নাম। ইন্ডিয়া টুডে-র এক সার্ভেতে দেখা গিয়েছিল, প্রধানমন্ত্রীর উত্তরসূরি হিসাবে দৌড়ে এগিয়ে গড়করিই।
কয়েক দিন আগে নাগপুরে গড়করি বলেছিলন, 'আমার একটি ঘটনা মনে আছে... আমি কারও নাম নেব না। সেই ব্যক্তি বলেছিলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান, আমরা আপনাকে সমর্থন করব।' তাঁর সংযোজন, 'আমি তখন পাল্টা প্রশ্ন করি, আপনি আমাকে কেন সমর্থন করবেন? আমিই বা কেন আপনার প্রস্তাব গ্রহণ করব? প্রধানমন্ত্রী হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয়। আমি আমার সংগঠনের প্রতি অনুগত। আমি কোনও পদ পাওয়ার জন্য চেষ্টা করব না। কারণ আমার বিশ্বাসটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'