ইন্ডিয়া টুডে কনক্লেভে কলি পুরী'সমস্যাই সমাধানের ক্ষেত্র তৈরি করে। আমরা ভারতীয়রা তাৎক্ষণিক সমাধানের জাদুকর'। ইন্ডিয়া টুডে কনক্লেভের দ্বিতীয় তথা শেষ দিনের সমাপনী ভাষণে এমনটাই বললেন ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপার্সন এবং এক্সিকিউটিভ এডিটর-ইন-চিফ কলি পুরী। সেই সঙ্গে প্রকাশ্যে আনলেন ভারতের প্রথম A-Pop তারকা ঈশান এবং রুহকে।
বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়ে কলি পুরী বলেন,'বর্তমান পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল বলে মনে হচ্ছে। অস্থিতিশীলতায় দু'টি জিনিস বিকশিত হয়- প্রথমটি নিউজরুম আর অন্যটি হল আমরা, ভারতীয়রা। অপ্রত্যাশিত, পরিবর্তনশীল এবং ব্রেকিং খবর উপভোগ করার জন্য তৈরি থাকে নিউজরুম। একটা ঘটনাকে চাক্ষুষ করার যে উৎসাহ ও উদ্দীপনা, তার কাছে বাকি সব কিছু ফিকে'।
তিনি যোগ করেন,'আজ গোটা বিশ্ব এক বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক কিছুর অদল-বদল ঘটছে। যা জন্ম দিচ্ছে উত্তর না থাকা বিবিধ প্রশ্ন এবং ব্রেকিং খবরের'।
কলি পুরী বলেন,'অস্থিতিশীলতায় সমৃদ্ধ হয় ভারতীয়রা। আমরা কুম্ভ রাশির বিশৃঙ্খল শক্তি, জাঁকজমকপূর্ণ বিয়ে এবং অপ্রত্যাশিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি পছন্দ করি। কোনও নিয়ম নেই, কোনও সীমারেখা নেই- এই সময়টাই ভারতীয়দের জাতীয় চরিত্রের সর্বোত্তম প্রতিফলন। আমরা নৈরাজ্যের চ্যাম্পিয়ন। যখন কোনও পরিকল্পনা থাকে না, তখনই আমরা জ্বলে উঠি। উপস্থিত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তাৎক্ষণিক সমাধা থাকে ভারতীয়দের। তাৎক্ষণিক সমাধানে আমরা জাদুকর। এটাই আমাদের দক্ষ উদ্ভাবনকারী করে তোলে'।
তিনি আরও বলেন,'আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে, সেরা সময়ে একটি ভারতীয় নিউজরুমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। ৫০ বছর ধরে ভরসাযোগ্য একটি ভারতীয় নিউজরুম। এবার আমাদের দুর্দান্ত দলের কিছু আশ্চর্যজনক উদ্ভাবনের নমুনা দেখাব। ২ বছর আগে আমরা এই মঞ্চ থেকে ভারতের প্রথম এআই নিউজ অ্যাঙ্কর সানাকে প্রকাশ্যে এনেছিলাম। তারপর থেকে আমরা থামিনি। আমরা বিশ্বকে এক নতুন ধরণের সংগীতের সঙ্গে পরিচয় করাচ্ছি। এটা এ-পপ'।
#IndiaTodayConclave25 | "No rules and no lines is when Indian national character is best at display. We are champions of chaos": Kalli Purie, Vice Chairperson and Executive Editor-in-Chief, India Today Group pic.twitter.com/shBfq7ll8O
— IndiaToday (@IndiaToday) March 8, 2025
এরপর কলি পুরী ভারতের প্রথম A-Pop তারকা ঈশান এবং রুহকে সামনে আনেন। তিনি বলেন,'এ-পপ রোবোটিক নয়। এটা মানুষ ও যন্ত্র একত্রে কাজ করে নতুন সুর তৈরি করে। গান মানুষের লেখা হতে পারে, এআই সুর দিতে পারে। আর এআই গাইতেও পারে। অথবা কখনও কখনও এর উল্টোটাও হতে পারে। ইন্দোরে হানি সিংয়ের কনসার্টের সূচনা করছে A-Pop তারকা রুহ'।
কলি পুরী বলেন,'পৃথিবীর দুর্লভ খনিজের দিকে আপনাদের আলোকপাত করাতে চাই। এটা হল সময় এবং মনোযোগ। রাজনীতিবিদ থেকে শুরু করে প্রযুক্তিবিদ- সবাই এটা চান, কিন্তু মেলে না। তাই মৌলিক অর্থনীতির দাবি হল, নিজের দাম বাড়াতে হবে। দর কষাকষি করতে হবে। যতটা সম্ভব চড়া দর হেঁকে ফেলুন। নিজের সময় এবং মনোযোগ সেই সব জিনিসের উপর দিন যা আপনার গুরুত্ব বাড়িয়ে তোলে, যা আপনাকে বড় করে, মানসম্মান বাড়ায়। এমন কাজে সময় দেবেন না, যা আপনাকে খালি একটা পণ্য করে তোলে। আর নিজের অজান্তেই আপনি বিক্রি হয়ে যাবেন!আমাদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়ে আপনারা ভালোই করেছেন। আশা করি, আপনাদের সময় ও মনোযোগের দাম আগামী দিনেও দিতে পারব'।