scorecardresearch
 
Advertisement

India Today Conclave East 2021: বাংলায় বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে? শাহ বললেন, 'বাংলার ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি থেকেই হবেন'

Aajtak Bangla | কলকাতা | 11 Feb 2021, 9:29 PM IST

India Today East Conclave 2021 ইন্ডিয়া টুডে-র কনক্লেভ মানেই চিন্তাশক্তি ও তার বিশ্লেষণের অনবদ্য প্ল্যাটফর্ম। দেশের ও রাজ্যের একেবারে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ থাকছেন কনক্লেভে। বৃহস্পতিবার অর্থাত্‍ ১১ ফেব্রুয়ারি India Today Conclave East 2021-এর চতুর্থ এডিশন শুরু। দু'দিন ব্যাপী এই কনক্লেভ চলবে। পশ্চিমবঙ্গে আর কিছু দিন পরেই বিধানসভা নির্বাচন। তারপরেই বিধানসভা ভোট পড়শি রাজ্য অসমে। তাই একেবারে নির্বাচনের মুখে একেবারে সরগরম সময়ে India Today Conclave—East 2021 অনুষ্ঠিত হচ্ছে।

অমিত শাহ অমিত শাহ

হাইলাইটস্

  • আজ শুরু ইন্ডিয়া টুডের কনক্লেভ
  • শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা থাকছেন কনক্লেভে
  • দুই দিন ধরে চলবে এই কনক্লেভ
  • থাকবেন চিন্তাবিদ, অর্থনীতিবিদ, বিশ্লেষক ও শিল্পীরা
9:29 PM (3 বছর আগে)

বাংলাতেও বিকাশ পৌঁছবে, এটাই আমাদের লক্ষ্য, বললেন অমিত শাহ

Posted by :- Arindam

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বিজেপি যেখানেই সরকার গড়েছে, বিকাশ পৌঁছেছে। বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে মোদীজির নেতৃত্বে বিকাশ পৌঁছবে। আমার অনুরোধ বাংলার মানুষের কাছে, বাংলার মানুষ কংগ্রেস, বামেদের সুযোগ দিয়েছেন। এবার বিজেপি-কে একবার সুযোগ দেবেন। আমরা সোনার বাংলা গড়ব।
,

9:25 PM (3 বছর আগে)

বাংলায় ফ্রি ভ্যাকসিন নিয়ে কী বললেন অমিত শাহ?

Posted by :- Arindam

বিহারের মতো কি বাংলাতেও বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা করব বিজেপি? অমিত শাহ জানালেন, খুব শীঘ্রই বিজেপি নির্বাচনী ইস্তেহার আসবে। তখন দেখতেই পাবেন।  

9:22 PM (3 বছর আগে)

সিএএ কবে চালু হবে, জানালেন অমিত শাহ

Posted by :- Arindam

সিএএ নিয়ে অমিত শাহ বললেন, সব কিছু মিটলে সিএএ লাগু করা হবে। তখন সব নথিপত্র খতিয়ে দেখে সিএএ লাগু হবে। আমি তো এটা আগেও বলেছি। 

9:20 PM (3 বছর আগে)

বাংলায় মুখ্যমন্ত্রী মুখ নিয়ে এখনও আলোচনা হয়নি, জানালেন অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, বাংলায় কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা নিয়ে এখনও আলোচনাই হয়নি। অনেকে আছেন। বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। এখনও বিষয়ে কিছু ঠিক করা হয়নি।

অমিত শাহ
Advertisement
9:15 PM (3 বছর আগে)

সোনার বাংলার রূপরেখা দিলেন অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, বাংলার একসময় নিজেই দেশের মডেল ছিল। সেই বাংলাকে আবার ফিরিয়ে আনবো। দুর্নীতি, স্বজনপোষণ, হিংসা দূর করতেই হবে বাংলা থেকে। 

9:13 PM (3 বছর আগে)

মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পূর্ণ চেষ্টা করব, জানালেন অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, সব জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন, সেখানেই হারানোর পূর্ণ চেষ্টা করব।

9:06 PM (3 বছর আগে)

বিজেপি জিতলে কে মুখ্যমন্ত্রী? অমিত শাহ যা জানালেন

Posted by :- Arindam

বাংলায় বিজেপির নেতা কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, পশ্চিমবঙ্গের ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। এবং তিনি বিজেপি থেকেই মুখ্যমন্ত্রী হবে। সব নির্বাচনের ফল বেরনোর পর জানিয়ে দেওয়া হবে।

9:03 PM (3 বছর আগে)

কৃষক আন্দোলন নিয়ে অমিত শাহ

Posted by :- Arindam

সংসদে আলোচনা করতে চাইছে না সরকার। বিরোধীদের অভিযোগে অমিত শাহ বললেন, 'সব বিষয়ে আলোচনা হবে। এখন তো অধিবেশন চলছে। আলোচনা হবে।'

8:59 PM (3 বছর আগে)

মমতা সরকার তুলে ফেলে দেব, আমি আবারও বলছি: অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহের কথায়, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলে দিতেই এসেছি। এবং একুশের নির্বাচনে এই সরকারকে উপড়ে ফেলবই।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Advertisement
8:55 PM (3 বছর আগে)

এবার বিজেপি-কে সুযোগ দেবেই বাংলার মানুষ, বললেন অমিত শাহ

Posted by :- Arindam

বাংলার জনতা কংগ্রেসকে সুযোগ দিয়েছে, ৩৪ বছর বামেদের সুযোগ দিয়েছে, এবার আমার বিশ্বাস, বিজেপি-কে সুযোগ দেবে বাংলার মানুষ। 

8:53 PM (3 বছর আগে)

জনতার বিশ্বাস, বিজেপি-ই ক্ষমতায় আসছে, বললেন অমিত শাহ

Posted by :- Arindam

গতবারের নির্বাচনে জনতা দোনামনায় ছিল, বিজেপি পারবে কি পারবে না। কিন্তু এবার জনতার পূর্ণ বিশ্বাস, বিজেপি-ই ক্ষমতায় আসছে। আমি বলে দিচ্ছি, ২০০-র বেশি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। 

8:50 PM (3 বছর আগে)

CAA নিয়ে কী বললেন অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, দেখুন এপ্রিলের পরে সিএএ আমরা লাগু করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো করবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তো থাকবে না। স্মরণার্থীদের নাগরিকত্ব দিতে হবে। 

8:48 PM (3 বছর আগে)

নির্বাচনে বাংলায় বিজেপির ইস্যু নিয়ে অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, আমরা ধার্মিক ও ভাবাত্ম্যক ভাবনাও ভোটের যেমন ইস্যু, তেমনই বাংলার জিডিপি তলানিতে, বাংলায় বেকারত্বের হার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সবও বিজেপির ভোটে ইস্যু।  

8:45 PM (3 বছর আগে)

আমি জানি না দিদি কেন জয় শ্রীরাম বললে রেগে যান, বললেন অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, আমি জানি না কেন দিদি জয় শ্রীরাম বললে রেগে যান। জয় শ্রীরাম কোনও ধর্মীয় স্লোগান নয়। এই স্লোগান পরিবর্তনের স্লোগান। আমরা সেই স্লোগানই দিই, যে স্লোগান জনতা স্বীকার করে।

Advertisement
8:43 PM (3 বছর আগে)

২০০-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, বললেন অমিত শাহ

Posted by :- Arindam

অমিত শাহ বললেন, একুশের নির্বাচনে বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। 

8:41 PM (3 বছর আগে)

পরিবর্তন যাত্রা কেন নাম, বললেন অমিত শাহ

Posted by :- Arindam

আমরা কোনও দল বা নেতাকে পরিবর্তন করতে চাই না। আমরা চাইছি, রাজ্যের পরিবর্তন। বাংলার জনমানসের মধ্যে বিশ্বাস আনা। আমি জানি, বাংলার জনতা আমাদের পাশে আছে। কারণ, বাংলার জনতা চান না, এখন যেমন পরিস্থিতিতে আছেন, তেমনই আগামী ৫ বছর থাকবেন।

6:45 PM (3 বছর আগে)

আজতক-এর মঞ্চে এবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Posted by :- Arindam

India Today Conclave 2021-এর মঞ্চে এবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলবেন, রাজ্য রাজনীতি থেকে নির্বাচন-- সব বিষয়ে। 

6:20 PM (3 বছর আগে)

আমি রাজনীতিবিদ না হলে শিল্পী হোতাম, বললেন মমতা

Posted by :- Arindam

মমতা বললেন, আমি রাজনীতিবিদ না হলে, গান করতাম, ছবি আঁকতাম। আমি এখনও পর্যন্ত ১০২টি বই প্রকাশ করেছি। 

6:13 PM (3 বছর আগে)

আমি ট্রেড মিলে দৌড়তে দৌড়তেই বাজেট বানিয়েছি, বললেন মমতা

Posted by :- Arindam

শরীরচর্চা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি রোজ ১২ কিমি ট্রেডমিলে হাঁটি। ট্রেডমিলেই অনেক কাজ করি। ফোন করি, কাগজ পড়ি। বাজেটও আমি ট্রেডমিলে দৌড়তে দৌড়তেই বানিয়েছি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement
6:09 PM (3 বছর আগে)

বিজেপি, কংগ্রেস, সিপিআইম হল জগাই-মাধাই-গদাই

Posted by :- Arindam

বাম ও কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র কটাক্ষ, বিজেপি আর কংগ্রেস জোট হয়ে বিজেপি-কে সাহায্য করছে। কংগ্রেস ও বামেরা হল, বিজেপির বি টিম। এই তিন দলই হল, জগাই-মাধাই-গদাই।