India Today Conclave East 2022 Ashok Kumar Ganguly : ব্যক্তি স্বাধীনতাকে আরও গুরুত্ব দেওয়া উচিত বিচার ব্যবস্থার : অশোক গঙ্গোপাধ্যায়

দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের বক্তব্য রাখলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক কুমার গাঙ্গুলি। তাঁর মতে, ব্যক্তি স্বাধীনতাকে আরও গুরুত্ব দেওয়া উচিত বিচারব্যবস্থার।

Advertisement
ব্যক্তি স্বাধীনতাকে আরও গুরুত্ব দেওয়া উচিত বিচার ব্যবস্থার : অশোক গঙ্গোপাধ্যায় অশোক কুমার গাঙ্গুলি
হাইলাইটস
  • দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের বক্তব্য রাখলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক কুমার গাঙ্গুলি
  • তাঁর মতে, ব্যক্তি স্বাধীনতাকে আরও গুরুত্ব দেওয়া উচিত বিচারব্যবস্থার

দেশের বিচার ব্যবস্থা নিয়ে নিজের বক্তব্য রাখলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক কুমার গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ব্যক্তি স্বাধীনতাকে আরও গুরুত্ব দেওয়া উচিত বিচারব্যবস্থার। 

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, 'ব্যক্তি স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগকে আরও সজাগ হওয়া উচিত। তবেই সব ঠিক হবে।' 

মাননীয় প্রাক্তন বিচারপতির আরও পর্যবেক্ষণ, 'এখনকার দিনে লোকের মুখে শোনা কথার ভিত্তিতেই সব রিপোর্ট হয়ে যাচ্ছে। এটা কোনওভাবেই কাম্য নয়। কারণ, এর মাধ্যমে সমাজের কোনও উপকার হচ্ছে না। যে অর্ডার পাশ করা হচ্ছে তার পরিবর্তে লোকের মুখে যেগুলো ঘুরছে সেগুলোই রিপোর্ট করা হচ্ছে।'  

আরও পড়ুন : গোয়ার মতোই ত্রিপুরাতেও কি একই পরিণতি TMC-র ? জবাব দিলেন সুস্মিতা

সোশাল মিডিয়ায় বিচারকদের যেভাবে আক্রমণ করা হয় তার বিরোধিতা করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। India Today Conclave East 2022-এ নূপুর শর্মা প্রসঙ্গে রাজদীপ সরদেশাইয়ে প্রশ্নের উত্তরে বলেন এই নেতা। 

তাঁর কথায়, 'বিষয়টি বিচার প্রক্রিয়ার একটা অংশ। আমরা অর্ণব গোস্বামীর রায়ের ভিত্তিতে আবেদনটি খারিজ করেছিলাম। কারণ সম্পূর্ণ আইন মেনেই তা হয়েছিল। কোনওভাবেই এতে নূপুর শর্মার আইনি অধিকারকে প্রভাবিত করে না। তবে  বিচারকদের অপমান করা ও তাঁদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য বিশেষ করে সোশাল মিডিয়ায় যা হচ্ছে, তা কোনওভাবেই অভিপ্রেত নয়।'

অভিষেক মনু সিংভি আরও বলেন, 'বিচারব্যবস্থা জুড়ে ভয় ও দ্বিধা রয়েছে। আসল বিষয় হল একটি ভয় এবং দ্বিধা তৈরি করা হয়েছে। ভয় ও বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে। বিচারকদের বদলি করা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে পদন্নতি ও নিয়োগ আটকে রাখা হয়েছে।' 

 

POST A COMMENT
Advertisement