India Today Conclave Mumbai 2025: 'অল্প বয়স, মাথাটা একটু চটে যায়,' আমলাকে ধমকের ঘটনায় সাফাই রোহিত পাওয়ারের

India Today Conclave Mumbai 2025: সম্প্রতি এক আমলাকে ধমক দিয়ে খবরের শিরোনামে আসেন মহারাষ্ট্রের যুবনেতা এবং করজাত-জামখেড়ের এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) র বিধায়ক রোহিত পওয়ার।

Advertisement
'অল্প বয়স, মাথাটা একটু চটে যায়,' আমলাকে ধমকের ঘটনায় সাফাই রোহিত পাওয়ারেরIndia Today Conclave Mumbai 2025: সম্প্রতি এক আমলাকে ধমক দিয়ে খবরের শিরোনামে আসেন মহারাষ্ট্রের যুবনেতা।
হাইলাইটস
  • সম্প্রতি এক আমলাকে ধমক দিয়ে খবরের শিরোনামে আসেন মহারাষ্ট্রের যুবনেতা এবং করজাত-জামখেড়ের এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) র বিধায়ক রোহিত পওয়ার।
  • শুক্রবার সেই নিয়েই মুখ খুললেন ইন্ডিয়া টুডে কংক্লেভ ২০২৫ মুম্বইয়ের মঞ্চে।
  • তিনি বলেন, 'আমরা তো ইয়ং, তাই আরকি মাঝে মাঝে 'সটকে' যায়(মাথা গরম হয়ে যায়)। এটাই আমার স্টাইল।'

India Today Conclave Mumbai 2025: সম্প্রতি এক আমলাকে ধমক দিয়ে খবরের শিরোনামে আসেন মহারাষ্ট্রের যুবনেতা এবং করজাত-জামখেড়ের এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) র বিধায়ক রোহিত পওয়ার। শুক্রবার সেই নিয়েই মুখ খুললেন ইন্ডিয়া টুডে কংক্লেভ ২০২৫ মুম্বইয়ের মঞ্চে। তিনি বলেন, 'আমরা তো ইয়ং, তাই আরকি মাঝে মাঝে 'সটকে' যায়(মাথা গরম হয়ে যায়)। এটাই আমার স্টাইল।'

সম্প্রতি এক সরকারি আধিকারিককে ধমকে রোহিত বলেছিলেন, 'এটা তোমার বাবার টাকা নয়, এটা জনগণের টাকা।' সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের নতুন মন্তব্য রোহিত পাওয়ারের। 

অজিত পওয়ারকে সাপোর্ট
এর আগে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা তাঁর কাকা অজিত পওয়ার এক মহিলা আইপিএস আধিকারিককে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য কেন্দ্র করে মহারাষ্ট্রে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। তবে রোহিত নিজের বক্তব্যে অটল থেকেছেন এবং অজিত দাদার সমর্থনে বলেছেন, 'অজিত দাদার মনোভাব খারাপ ছিল না, তবে যেভাবে তিনি বলেছেন, সেটা একটু অন্য রকম শোনায়।'

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ
শরদ পওয়ার গোষ্ঠীর এই তরুণ বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর চরিত্রে কোনও রাখঢাক নেই। তাঁর কথায়, 'ভুল মানে ভুল। ঠিক মানে ঠিক। জনসাধারণের সমস্যাগুলি বাস্তব। প্রশাসনের কর্তব্য, সেগুলি আন্তরিকভাবে শোনা।'

রোহিতের মতে, রাজ্যে অনেক অফিসার ভালো কাজ করছেন। তবে কিছু অফিসার গাফিলতি করলে কড়া অবস্থান নেওয়া ছাড়া উপায় নেই। কারণ, জনগণকে সময়মতো ন্যায্য বিচার পৌঁছে দেওয়াই প্রশাসনের দায়িত্ব।


রোহিত পওয়ারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে আবারও তপ্ত মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাঁর সোজাসাপ্টা ভঙ্গিই তাঁকে তরুণদের মধ্যে জনপ্রিয় করছে। তবে বিরোধীরা বলছে, এভাবে প্রকাশ্যে বক্তব্য রাখা প্রশাসনিক সৌজন্যের পরিপন্থী। 

POST A COMMENT
Advertisement