India Today Conclave Mumbai 2025: মহাকাশ থেকে মোদীকে কী বলেছিলেন শুভাংশু? সব শেয়ার করলেন

চলতি বছর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখে নজির গড়েছেন ভারতের নভোশ্চর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সে জার্নি শেয়ার করলেন ইন্ডিয়া টুডে মুম্বই কনক্লেভে।

Advertisement
মহাকাশ থেকে মোদীকে কী বলেছিলেন শুভাংশু? সব শেয়ার করলেনশুভাংশু শুক্লা
হাইলাইটস
  • মহাকাশে থাকতে এসেছে ভারত
  • প্রধানমন্ত্রীকে মহাকাশ থেকে এ কথাই বলেছিলেন শুভাংশু শুক্লা
  • ইন্ডিয়া টুডে কনক্লেভে সেই জার্নি শেয়ার করলেন

'ভারত মহাকাশে থাকতেই এসেছে।' মহাকাশ থেকে নরেন্দ্র মোদীকে এ কথাই বলেছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ইন্ডিয়া টুডে কনক্লেভ মুম্বই ২০২৫-এ এসে সে কথাই স্মরণ করলেন তিনি। সঙ্গে দর্শকদের সঙ্গে শেয়ার করলেন তাঁর মহাকাশ সফরের অনবদ্য জার্নি। 

ঐতিহাসিক মিশনে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে চলে চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিলেন ভারতের এই নভোশ্চর। সেই যাত্রার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই কথা বলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতাও স্মরণ করেন শুভাংশু। যখন তিনি কথা বলছেন, সে সময়ে পিছনে ছিল তেরঙা পতাকা। সেটিও উল্লেখ করেন এই মহাকাশচারী। 

ইন্ডিয়া টুডে কনক্লেভ মুম্বই ২০২৫-এ শুভাংশু শুক্লা বলেন, 'এই প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছল ভারতের জাতীয় পতাকা। মহাকাশ থেকে এই প্রথম কেউ হিন্দিতে কথা বলল। এই স্মৃতি আজীবন থাকবে। ভারত মহাকাশে থাকবে বলেই পণ করেছে।'

তরুণ পাইলট হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার এবং সুখোই-৩০ চালিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'যখন এই কাজটা আমি করছিলাম, বুঝতে পারিনি কী ধরনের সাফল্য অর্জন করেছি। মনে হয়েছিল বড় কিছু করছি। তবে নিজেকে ধন্য মনে করি, বায়ুসেনায় যোগদান করতে পেরেছি। অনেক দারুণ দারুণ এয়ারক্র্যাফ্ট উড়িয়েছি। তারপর ড্রাগন স্পেসক্র্যাফ্টে চেপে মহাকাশে যাওয়ার সুযোগ এল। সর্বদাই মাথায় ঘোরে কীভাবে নিজের সেরাটা উজার করে দিতে পারব। কোনও সুযোগ এলে তাতে হ্যাঁ বলতে পারাটাই আমার কাছে অনেক বড় বিষয়। এই একটা হ্যাঁ অনেক কিছু বদলে দিতে পারে।'

ব্যর্থতা সম্পর্কে আলোচনায় শুভাংশু শুক্লা বলেন, 'পরাজয়ের ভয় পাবেন না। অনেক সেটব্যাক দেখেছি জীবনে। পরাজয়ও সেলিব্রেট করা উচিত কারণ ব্যর্থতাও জীবনের একটা জার্নি। এটি আগামী প্রজন্মের কাছেও একটি বার্তা। ব্যর্থতা জীবনের শেষ নয়। এটা একটা অপশন মাত্র। একটা শিক্ষা এবং একটি সুযোগ।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement