সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়েই সিঁদুরে মেঘ দেখছেন NDA সদস্যরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে ভারতের ১৭তম উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এনডিএ-র প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি. সুধর্শন রেড্ডি। গত ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণে হঠাৎ পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। তার পরই এই নির্বাচন।
সংসদ ভবনের রুম নম্বর এফ-১০১, বসুধায় ভোটিং হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১০টাতেই ভোট দেবেন বলে জানা গিয়েছে। ভোট শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টায় ব্রেকফাস্ট মিটিংয়ে ডাকা হয়েছে এনডিএ সাংসদদের।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভোটগণনা। সোমবার গভীর রাত অথবা মঙ্গলবার সকালে ফল ঘোষণা হতে পারে।
নাম্বার গেমে এগিয়ে এনডিএ
লোকসভা ও রাজ্যসভার সাংসদ মিলিয়ে মোট ৭৮১ জন ভোটদান করতে পারবেন। তবে বেশ কয়েকটি আসন খালি থাকায় ৭৬৭টি ভোট পড়তে পারে। কারণ, বিজু জনতা দল (বিজেডি), ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ও শিরোমণি আকালি দল (এসএডি) ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে সমীকরণ স্পষ্টতই এনডিএর দিকেই ঝুঁকছে।
ভোটের প্রক্রিয়া
ভোট হবে একক ক্রম আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সাংসদরা সাদা ব্যালট পেপারে নির্দিষ্ট কালি দিয়ে প্রার্থীর নামের সামনে ক্রম (১, ২) লিখবেন। অর্থাৎ প্রথম ও দ্বিতীয়। এভাবে সবার প্রথম পছন্দ কে, সেটা গণনা করা হবে। কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ফার্স্ট ভোট পেলে সঙ্গে সঙ্গে নির্বাচিত হয়ে যাবেন।
ক্রস ভোটিংয়ের সম্ভাবনা
রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকে না। তাই হুইপ জারি হয় না। সাংসদরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুই তরফেই একটি বিষয় লক্ষ্যণীয়। দুই তরফেই দক্ষিণের রাজ্য থেকে প্রার্থী করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, আগামী বছর তামিলনাড়ু বিধানসভার ভোট। অনেকে মনে করছেন, সেই রাজ্য থেকে প্রার্থী নির্বাচন আসলে বিজেপির দাক্ষিণাত্য নীতিরই প্রতিফল। এর মাধ্যমে এআইএডিএমকের সঙ্গে নতুন করে জোট বাঁধথছে গেরুয়া শিবির। ডিএমকে-কংগ্রেস শাসিত তামিলনাড়ু থেকে রাধাকৃষ্ণনকে প্রার্থী করে তামিল সমর্থন আদায়ের চেষ্টা হচ্ছে বলেও মত বিশ্লেষকদের।
অন্যদিকে ইন্ডিয়া জোট অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করেছে। সেরাজ্যে ক্ষমতায় তেলুগু দেশম পার্টি। এদিকে এই তেলেগু দেশম পার্টি(চন্দ্রবাবু নাইডু) আবার এনডিএ জোটের শরিক। সেরাজ্যের প্রাক্তন শাসক দল ওয়াইএসআর কংগ্রেস যত দিন ক্ষমতায় ছিল, তত দিন কেন্দ্রে বিজেপি সরকারকেই সাপোর্ট করত।
ফলে দলীয় নীতি না রাজ্যের জাত্যাভিমান, কোনদিকে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সাংসদরা ঝুঁকবেন, তাই নিয়ে প্রশ্ন আছে বৈকি। সেই কারণেই ক্রস ভোটিংয়ের আশঙ্কা করছেন অনেকে।
রাজনৈতিক মহল মনে করছে, এই ভোট কেবল নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের নয়, ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত বহন করতে পারে।
সমস্ত আপডেটের জন্য় এই সেকশনে নজর রাখুন:
>>>> উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন AIMIM প্রধান এবং সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।
#WATCH | Delhi: AIMIM chief and MP Asaduddin Owaisi leaves after voting in #VicePresidentialElection2025. pic.twitter.com/jGzFBBIcPn
— ANI (@ANI) September 9, 2025
>>>> উপরাষ্ট্রপতি নির্বাচনে এখনও পর্যন্ত ৬৭% ভোট পড়েছে
সকাল ১০টা থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মোট ৭৮১ জন ভোটার। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫২৮ জন সাংসদ ভোট দিয়েছেন। এখনও পর্যন্ত ৬৭ শতাংশ ভোট পড়েছে।
>>>> উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং শিবরাজ সিং চৌহান
#WATCH | Delhi | Union Home Minister Amit Shah arrives at the Parliament House to cast his vote for the Vice Presidential election.
— ANI (@ANI) September 9, 2025
(Source: Sansad TV) pic.twitter.com/p7o46WfteB
>>>> বিজেপি প্রথমে ব্যবহার করে, তারপর ধ্বংস করে: অখিলেশ যাদব
উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন 'মানুষের বিবেকের চেয়েও এই ভোটকেই ওরা বেশি গুরুত্ব দেয়। আজ দেশের সকলে জানে যে বিজেপি এমন একটি দল যারা মানুষকে প্রথমে ব্যবহার করে। তারপর তাদের ধ্বংস করে দেয়। আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও ঠিক সেই একই ঘটনা ঘটেছে।'
#WATCH | Vice Presidential election | SP chief Akhilesh Yadav says, "...Numbers are fine but this voting is done on the basis of one's conscience. The entire country knows that the BJP is a use-and-throw party. The same thing happened with the Vice President, who is missing...The… pic.twitter.com/Id5OYIMxQO
— ANI (@ANI) September 9, 2025
>>>> পূর্বনির্ধারিত সময় মতো, সকাল ১০টায় ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi cast his vote for the Vice Presidential election at the Parliament House this morning.
— ANI (@ANI) September 9, 2025
(Video: DD News) pic.twitter.com/3cxQJNJSrm
>>>> সাড়ে ৯টা থেকে বিশেষ ব্রেকফাস্ট মিটিংয়ে অংশ নিলেন NDA সাংসদরা।