তেজস ক্র্যাশদুবাইতে চলছিল এয়ার শো। আকাশে উড়ান দিয়েছিল ভারতের স্বদেশি যুদ্ধবিমান তেজস। আর শো চলাকালীনই ভেঙে পড়ল সেই ফাইটার জেট।
এই ঘটনার পর থেকেই অনেকের প্রশ্ন, কী হয়েছে পাইলটের? আর এই বিষয়েই আপডেট দিল ভারতীয় বায়ুসেনা। তাদের তরফে জানান হয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানচালক। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপনও করেছে বায়ুসেনা।
তদন্ত হবে
হঠাৎ করে এই ঘটনা কেন ঘটল, সেটা খতিয়ে দেখতে চাইছে বায়ুসেনা। তারা কোর্ট অব ইনকুয়ারি বসিয়েছে। সোজা ভাষায় বললে, এই দুর্ঘটনার তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই নিশ্চিত করে কিছু বলা যাবে।
কী হয়?
এ দিন দুবাইতে চলছি এয়ার শো। সেখানে অন্য অনেক যুদ্ধবিমানের মতো অংশ নেয় ভারতীয় ফাইটার জেট তেজসও। এটি স্বদেশি প্রযুক্তিতে তৈরি একটা যুদ্ধবিমান। আর শো চলার সময়ই বিমানটি দ্রুত গতিতে নীচের দিকে নামতে থাকে। তারপর হয় বিস্ফোরণ হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
যতদূর খবর, এ দিন আকাশে উঠে নিজের মতো করে খেলা দেখাচ্ছিল তেজস। তার মাঝেই হয় বিপত্তি। বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই বিমান। তারপর সোজা মুখ নিচু করে মাটিতে এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে হয় বিস্ফোরণ। আগুনে ছেয়ে যায় চারিদিক।
আর এই দুর্ঘটনার সময় বেরতে পারেননি পাইলট। তিনি দুর্ঘটনার ফলে প্রাণ হারিয়েছেন বলেই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর এই খবরেই শোকের হাওয়া।
কী চলছিল দুবাইতে?
এয়ার শোয়ের জন্য বিখ্যাত দুবাই। এই শোতে একাধিক বিমান সংস্থা এবং সামরিক বিমান নির্মাতারা অংশগ্রহণ করে। আর সেখানেই উপস্থিত হয়েছিল ভারতের তেজস। এই যুদ্ধবিমানও শোতে অংশ নিয়ে আকাশে উড়ে যায়। তারপর মাটিতে ভেঙে পড়ে।
ভারতের তৈরি যুদ্ধিবিমান
ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেরা একটি যুদ্ধবিমান হল তেজস। এটি তৈরি করে হিন্দুস্তান এরোনকিস্ট বিভাগ। এর ওজন খুব কম। পাশাপাশি এই বিমানটি সুপারসনিক। এটি শব্দের গতির থেকে দ্রুত উড়তে পারে। তাই অনেকেই এই যুদ্ধবিমানের ফ্যান।
আর সেই ফাইটার জেটই আজ মুখ থুবড়ে পড়ল। যার ফলে এটির নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।