Operation Sindoor: পহেলগাঁও হামলায় স্বামীহারাদের যন্ত্রণা-ক্রোধের প্রতীক, কারা ডিজাইন করেছেন 'অপারেশন সিঁদুর'-এর লোগো?

অপারেশনের নাম দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামেই প্রকাশ পেয়েছে পহেলগাঁও হামলায় স্বামীহারাদের বেদনা, ক্রোধ। নামের যথাযথ মর্যাদা রেখে তৈরি হয় 'অপারেশন সিঁদুর'-এর লোগো। কারা ডিজাইন করেছিলেন?

Advertisement
পহেলগাঁও হামলায় স্বামীহারাদের যন্ত্রণা-ক্রোধের প্রতীক, কারা ডিজাইন করেছেন 'অপারেশন সিঁদুর'-এর লোগো?
হাইলাইটস
  • কালো কার্ডের উপর সাদা অক্ষরে লেখা 'অপারেশন সিঁদুর'
  • অপারেশনের নাম রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • তবে জানেন কি এই লোগো তৈরির নেপথ্য কারিগর করা?

পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর থেকে ফুঁসছিল গোটা দেশ। সেই আবহেই ৭ মে ভোররাতে আচমকা সেনাবাহিনীর সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভেসে ওঠে একটি বার্তা। কালো কার্ডের উপর সাদা অক্ষরে লেখা 'অপারেশন সিঁদুর'। সঙ্গে লাল সিঁদুরের গুঁড়ো। জানা গেল, এই অভিযানের মাধ্যমেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে ভারত। নিকেশ প্রায় ১০০ খানেক জঙ্গি। চোখের পলকে ছড়িয়ে পড়ে ভারতীয় সেনার সেই লোগো কার্ড। ‘অপারেশন সিঁদুর’ কার্ড শেয়ার করেই দেশজুড়ে শুরু হয় সেলিব্রেশন। তবে জানেন কি এই লোগো তৈরির নেপথ্য কারিগর করা? 

১৪ দিন ধরে বদলার মুহূর্ত গুনেছে গোটা ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় স্বামীহারাদের চোখের জলের জবাব ছিল সন্ত্রাস ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়ার এই 'অপারেশন সিঁদুর'। অপারেশনের নামে থাকা 'সিঁদুর' শব্দটি মন ছুঁয়েছে সকলের। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত এই নাম। তবে লোগো তৈরির কারিগরেরা এতদিন নেপথ্যেই রয়ে গিয়েছিলেন। এবার সামনে এল তাঁদের পরিচয়। 

জানা গিয়েছে, এই লোগো ডিজাইন করেছেন লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং।সেনার ওয়াররুমেই তৈরি হয়েছিল এই লোগো। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙ দিয়ে ব্লক লেটারে লেখা অপারেশন-এর নাম। সিঁদুর শব্দেই লুকিয়ে সমস্ত অনুভূতি। ‘সিঁদুর’-এর ইংরেজি বানানের O অক্ষরটি আস্ত একটি সিঁদুর কৌটো। অন্য O অক্ষরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিঁদুর। যা পহেলগামে হওয়া ঘটনার প্রতীক। এই কার্ডই আলোড়ন ফেলে দেয় গোটা দেশে। 

লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিংয়ের ডিজ়াইন করা অপারেশনের লোগো এখনও পর্যন্ত প্রায় ৯ কোটি মানুষ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে প্রায় ৫১ কোটি মানুষ এই ডিজাইনকে লাইক করেছেন। 

ভারতের প্রত্যাঘাত, পহেলগাঁও ঘটনার যন্ত্রণা, ক্রোধ এবং প্রতিশোধের বহিঃপ্রকাশ হিসেবে তৈরি এই অপারেশনের লোগো ছুঁয়েছে ১৪০ কোটি মানুষের হৃদয়। দুই জওয়ানকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। 

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement