Helicopter Crash: গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার, মৃত ৩

গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। দুর্ঘটনায় কপ্টারে থাকা ৩ জনেরই মৃত্যু হয়। পোরবন্দরে কোস্টগার্ড এয়ার এনক্লেভে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। কপ্টার ভেঙে পড়ার পর ভয়াবহ আগুনের দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে।

Advertisement
গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার, মৃত ৩

Porbandar helicopter accident: গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। দুর্ঘটনায় কপ্টারে থাকা ৩ জনেরই মৃত্যু হয়। পোরবন্দরে কোস্টগার্ড এয়ার এনক্লেভে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। কপ্টার ভেঙে পড়ার পর ভয়াবহ আগুনের দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে।

জানা গিয়েছে, এটি একটি 'অ্যাডভান্সড লাইট' জাতীয় হেলিকপ্টার ছিল। অর্থাৎ, কম যাত্রী-আরোহী নিয়ে অল্প দূরত্ব যাতায়াত, নজরদারি, প্রশিক্ষণের জন্য এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করা হয়। 

সূত্রের খবর, এই ঘটনায় প্রথমে এক ব্যক্তি হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়েছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে গুরুতর জখম হন অপর দুই আরোহী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। 

এখনও পর্যন্ত কোস্ট গার্ডের পক্ষ থেকে এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশিত হয়নি। তবে স্থানীয় পুলিশ এই দুর্ঘটনার বিষয়টি কনফার্ম করেছে। 

উল্লেখ্য, মাস দুই আগেই সমুদ্রে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। তার রেশ কাটতে না কাটতেই আরও একবার দুর্ঘটনার কবলে উপকূলরক্ষী বাহিনীর কপ্টার।

POST A COMMENT
Advertisement