মাউন্ট এভারেস্টের সামনে হেলিকপ্টার থেকে ২১,৫০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ। প্রথম মহিলা স্কাইডাইভার হিসাবে এক নয়া নজির সৃষ্টি করলেন শীতল মহাজন। এমনিতেও প্রখ্যাত ভারতীয় স্কাইডাইভার হিসাবে বেশ পরিচিত তিনি।
বছর ৪১-এর শীতল মহাজন একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্কাইডাইভার। স্কাইডাইভিং সংক্রান্ত বেশ কয়েকটি রেকর্ড আছে তাঁর। ১৩ নভেম্বর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সামনের থেকে অবিশ্বাস্য স্কাইডাইভিং করেন তিনি।
'আমি মাউন্ট এভারেস্টের সামনে ২১,৫০০ ফুট থেকে আমার জীবনের সেরা লাফটা দিয়েছিলাম। তারপর কালাপাত্থরে ১৭,৪৪৪ ফিটের উচ্চতায় অবতরণ করি। এর মাধ্যমে আমি কোনও মহিলার করা সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভিং ল্যান্ডিংয়ের রেকর্ড স্থাপন করেছি। কালাপাথারে মাউন্ট এভারেস্টের সামনে স্কাইডাইভ করা প্রথম ভারতীয় মহিলা হিসাবে ২টি জাতীয় রেকর্ড এবং একজন মহিলার দ্বারা সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভিং অবতরণের রেকর্ড স্থাপন করেছি,' এক সোশ্যাল মিডিয়া পোস্টে, নিজের ফেসবুকে জানিয়েছেন শীতল মহাজন।
এর আগেও অবশ্য সুউচ্চ পর্বতশৃঙ্গের সামনে স্কাইডাইভিংয়ের একাধিক নজির স্থাপন করেছেন শীতল মহাজন।
গত ১১ নভেম্বর শীতল মহাজন ৫,০০০ ফুট AGL-এ (ভূমি স্তরের উপরে) হেলিকপ্টার থেকে অবিশ্বাস্য ১৭,৫০০ ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের কিংবদন্তি স্কাইডাইভার ওয়েন্ডি স্মিথ বিমানের অভ্যন্তরে তাঁর ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছিলেন। সায়াংবোচে বিমানবন্দরে সফলভাবে ১২,৫০০ ফুটে অবতরণ করেন।
১২ নভেম্বর শীতল মহাজন স্কাইডাইভিং কিংবদন্তি ও ক্যামেরাওম্যান ওয়েন্ডি এলিজাবেথ স্মিথ এবং নাদিয়া সোলোভিয়েভা সহ ৮,০০০ ফুট উচ্চতা থেকে স্যাংবোচে বিমানবন্দরে ভারতীয় পতাকা নিয়ে লাফ দিয়েছিলেন। কোনও মহিলার পতাকা নিয়ে স্কাইডাইভিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার জাতীয় রেকর্ড স্থাপন করেছিলেন তিনি।