scorecardresearch
 

Indian Student Killed In Ukraine : ইউক্রেনে মৃত্যু কর্ণাটকের ছাত্র নবীনের, দেহ ফেরাতে তৎপর মুখ্যমন্ত্রী

Indian Student Killed In Ukraine : ছাত্রের মৃত্যুতে বিদেশমন্ত্রক জানাচ্ছে, খারকিভের খারাপ পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয়। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খারকিভে উপস্থিত ভারতীয়দের নিরাপত্তা। প্রথমে রাশিয়া ও ইউক্রেন দূতাবাসের সঙ্গে একজোটে ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বিদেশমন্ত্রক সূত্রে আজতক জানতে পেরেছে, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং পড়ুয়াদের নিরাপদে বের করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে দিল্লিতে উপস্থিত দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও।

Advertisement
ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু
হাইলাইটস
  • খারকিভে নিহত ভারতীয় ছাত্র
  • পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদেশমন্ত্রক
  • দেহ ফেরাতে তৎপর কর্ণাটকের মুখ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি এক ভারতীয় ছাত্র। খারকিভে মৃত্যু বছর ২১-এর এক ভারতীয় ছাত্রের। নবীন নামে ওই ছাত্র কর্ণাটকের বাসিন্দা। তিনি মূলত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের জেলা হাবেরির বাসিন্দা। ঘটনার কথা জানার পরেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর দেহ দ্রুত ফিরিয়ে আনতে সরকার সমস্ত ধরনের চেষ্টা করবে বলেও মৃতের পরিবারকে আশ্বাস দিয়েছেন তিনি।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আজ সকালে খারকিভে গোলাগুলি চলার সময় এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। মন্ত্রক তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগে রয়েছে। পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।' 

ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু
ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু

দুঃখপ্রকাশ রাহুল গান্ধীর
নবীনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইটে রাহুল গান্ধী লেখেন, 'ইউক্রেনে নবীন নামে এক ভারতীয় ছাত্রে মৃত্যুর খবর পেয়েছি। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আবারও বলছি সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসার জন্য ভারত সরকারের একটি যোজনা প্রয়োজন। প্রতিটা মিনিট মূল্যবান।'

ছাত্রের মৃত্যুতে বিদেশমন্ত্রক জানাচ্ছে, খারকিভের খারাপ পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয়। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খারকিভে উপস্থিত ভারতীয়দের নিরাপত্তা। প্রথমে রাশিয়া ও ইউক্রেন দূতাবাসের সঙ্গে একজোটে ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বিদেশমন্ত্রক সূত্রে আজতক জানতে পেরেছে, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং পড়ুয়াদের নিরাপদে বের করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে দিল্লিতে উপস্থিত দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও।  

Advertisement

বিদেশমন্ত্রক জানাচ্ছে, 'বিগত কিছু সময় ধরেই ভারতীয়দের বের করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। ইউক্রেন সীমা সংলগ্ন রাশিয়ার শহর বেলগোরোডে একটি ভারতীয় টিমকে তৈরি করা হয়েছে। যদিও খারকিভ ও পার্শ্ববর্তী এলাকায় যুদ্ধ চলায় পড়ুয়াদের বের করতে অসুবিধা হচ্ছে।'

৯ হাজারেরও বেশি বের করা হয়েছে : বিদেশমন্ত্রক
বিদেশমন্ত্রকের দাবি, 'আমরা নাগরিকদের বের করে আনতে সক্ষম। ৯ হাজারেরও বেশি ভারতীয়কে বের করে আনা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই সুরক্ষিত স্থানে রয়েছে। আমরা ইউক্রেনে আটকে থাকা নাগরিকদের বের করে আনতে সমস্ত ধরনের প্রচেষ্টা জারি রাখব।'  

আরও পড়ুনমানবদেহে কোন অংশের প্রতি ২ মাসে পরিবর্তন হয়, জানেন?

 

Advertisement