Turkey-Azerbaijan Boycott: পাকিস্তানের বন্ধু তুরস্ক-আজারবাইজান, বয়কট করছেন ভারতীয় ট্যুরিস্টরা

তুরস্ক ও আজারবাইজানকে বয়কট ভারতীয়দের। ট্যুরিজম অ্যাপ MakeMyTrip-এ গত সপ্তাহে ৬০ শতাংশ কমেছে বুকিংয়ের সংখ্যা, ২৫০ শতাংশ বাতিল হয়েছে। ভারত-পাক সংঘর্ষে তুরস্ক, আজারবাইজানের পাকিস্তানকে সমর্থন, অস্ত্র সাহায্যের জেরে ক্ষোভ বেড়েছে ভারতীয়দের। এদিকে ভারতের বৃহৎ শতাংশ পর্যটক তুরস্ক ভ্রমণে যেতেন। এখন এই দুই দেশ এড়িয়ে চলছে ভারতীয় পর্যটকেরা।

Advertisement
পাকিস্তানের বন্ধু তুরস্ক-আজারবাইজান, বয়কট করছেন ভারতীয় ট্যুরিস্টরাতুরস্ক ফাইল ছবি

তুরস্ক ও আজারবাইজানকে বয়কট ভারতীয়দের। ট্যুরিজম অ্যাপ MakeMyTrip-এ গত সপ্তাহে ৬০ শতাংশ কমেছে বুকিংয়ের সংখ্যা, ২৫০ শতাংশ বাতিল হয়েছে। ভারত-পাক সংঘর্ষে তুরস্ক, আজারবাইজানের পাকিস্তানকে সমর্থন, অস্ত্র সাহায্যের জেরে ক্ষোভ বেড়েছে ভারতীয়দের। এদিকে ভারতের বৃহৎ শতাংশ পর্যটক তুরস্ক ভ্রমণে যেতেন। এখন এই দুই দেশ এড়িয়ে চলছে ভারতীয় পর্যটকেরা।

মেকমাইট্রিপ বুধবার এক বিবৃতিতে বলেছে, "আমাদের জাতির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে এই দুই দেশে ভ্রমণ এড়িয়ে যাওয়াকে দৃঢ়ভাবে সমর্থন করি। প্রয়োজন ছাড়া আজারবাইজান এবং তুরস্কে ভ্রমণ না করারই পরামর্শ দিচ্ছি।" এমনকি এই দুই দেশে ভ্রমণের কোনও প্রচার বা অফারও তুলে নেওয়া হয়েছে।

তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করার এবং পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের (POK) সন্ত্রাসবাদী শিবিরগুলিতে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দা করার পর অনলাইনে তীব্র ক্ষোভের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২২ এপ্রিল পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিরীহ নাগরিক শহিদ হওয়ার বদলা নিতে ৭ মে ভারত 'অপারেশন সিঁদুর'-এর অংশ হিসেবে এই হামলা শুরু করে।

এছাড়াও, তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে। সংঘাতের সময় ড্রোন হামলা চালানো হয় তুরস্কের অস্ত্র ব্যবহার করে। ২০২৩ সালে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ককে ভারত ব্যাপক সহায়তা প্রদান করেছিল। এই বিষয়টি তুলে ধরে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে।

দেশজুড়ে তুরস্কের পণ্য এবং পর্যটন বর্জনের আহ্বান জোরদার হচ্ছে। EaseMyTrip এবং Ixigo-এর মতো অন্যান্য ভ্রমণ প্ল্যাটফর্মগুলিও এই দেশগুলিতে ভ্রমণ না করার জন্য পরামর্শ জারি করেছে।

এছাড়াও, 'গো হোমস্টেস' তুরস্ক এয়ারলাইন্সের সঙ্গে তাদের পার্টনারশিপ শেষ করে দেয়। এই অভিযোগে যে এয়ারলাইন্সটি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ নয় এমন একটি দেশকে সমর্থন করছে। তারা জানিয়েছে, তারা আর তাদের আন্তর্জাতিক প্যাকেজে তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইট রাখবে না।

ইতিমধ্যে, ভারতীয় ব্যবসায়ীরা তুরস্ক থেকে আমদানি বর্জন শুরু করেছে বলে জানা গেছে। বিশেষ করে আপেল এবং মার্বেল, যা উভয়ই দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের মূল পণ্য। বাণিজ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও টানাপোড়েনের সম্মুখীন হতে পারে।

Advertisement

২০২৪-২৫ সালের এপ্রিল-ফেব্রুয়ারি মাসে তুরস্কের সঙ্গে ভারতের বাণিজ্য ছিল ৮.০৪ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে আজারবাইজানের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কম ছিল। 

POST A COMMENT
Advertisement