End of Mangalyaan: মঙ্গলে দীর্ঘ গ্রহণ, জ্বালানি শেষ, মহাকাশেই 'মৃত্যু' হল মঙ্গলযানের

মঙ্গলযান মিশন (Mangalyaan Mission)-এর খরচ সাড়ে ৪০০ কোটি টাকা ছিল। বলিউডে একটি সিনেমা তৈরির বাজেট। ISRO-র তরফে সংবাদ সংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, মঙ্গলযানের জ্বালানি শেষ।

Advertisement
জ্বালানি শেষ, মহাকাশেই 'মৃত্যু' হল মঙ্গলযানেরমঙ্গলযান
হাইলাইটস
  • বলিউডের একটি সিনেমার বাজেটে তৈরি 
  • মেয়াদের চেয়ে ১৬ গুন বেশি চলেছে মঙ্গলযান
  • কেন তাত্‍পর্যপূর্ণ ছিল ISRO-র মঙ্গলযান মিশন?

মহাকাশে মৃত্যু হল মঙ্গলযানের (Mangalyaan)। ভারতের মঙ্গল গ্রহ অভিযানে বড় ধাক্কা। যানটির সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও ইসরো (ISRO) মঙ্গলযানের সঙ্গে কোনও সম্পর্ক করে উঠতে পারল না। যার নির্যাস, মার্স অরবিটর মিশন (Mars Orbitor Mission-MOM)-এর ৮ বছর ৮ দিনের সফর খতম। ২০১৩ সালের ৫ নভেম্বর মঙ্গলযান লঞ্চ করেছিল ভারত। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছে যায়।  

বলিউডের একটি সিনেমার বাজেটে তৈরি 

মঙ্গলযান মিশন (Mangalyaan Mission)-এর খরচ সাড়ে ৪০০ কোটি টাকা ছিল। বলিউডে একটি সিনেমা তৈরির বাজেট। ISRO-র তরফে সংবাদ সংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, মঙ্গলযানের জ্বালানি শেষ। পুরোপুরি বিকল হয়ে গিয়েছে। স্পেসক্রাফ্টের ব্যাটারিও পুরোপুরি খতম। মঙ্গলযানের সঙ্গে সব সম্পর্ক ফেল করে গিয়েছে। 

ভারতের মিশন মঙ্গলযান
ভারতের মিশন মঙ্গলযান

ISRO-এর এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলগ্রহে লাগাতার গ্রহণ হচ্ছিল। সবচেয়ে বেশি গ্রহণটি সাড়ে ৭ ঘণ্টার ছিল। তার জেরে সূর্যের আলো পাচ্ছিল না মঙ্গলযান। সূর্যের আলো না পেলে ব্যাটারি বিকল হওয়ার সম্ভাবনা ছিল। সেটাই হয়েছে। ব্যাটারি চার্জ না হলে খুব হলে ৪০ মিনিট চলতে পারতো যানটি। 

আরও পড়ুন: Water In Mars : মঙ্গলে নেদারল্যান্ডসের মতো এলাকাজুড়ে জল, অবাক বিজ্ঞানীরা

আরও পড়ুন: Border Securiry: চিন-পাক-বাংলাদেশ সীমান্তে নজরদারি, নিজস্ব স্যাটেলাইট কেন্দ্রের!

মেয়াদের চেয়ে ১৬ গুন বেশি চলেছে মঙ্গলযান

ইসরো আধিকারিক জানিয়েছেন, মঙ্গলযান তার মেয়াদের চেয়ে ১৬ গুন বেশি চলেছে। এমন সব ছবি পাঠিয়েছে, যার জেরে মঙ্গল নিয়ে গোটা বিশ্বের ধারণা বদলে দিয়েছে। এতো কম বাজেটে তৈরি একটি মহাকাশযান এত ভাল কাজ করেছে, যা বিশ্বের কোনও দেশ পারেনি।

ভারতের মিশন মঙ্গলযান
ভারতের মিশন মঙ্গলযান

কেন তাত্‍পর্যপূর্ণ ছিল ISRO-র মঙ্গলযান মিশন?

মঙ্গলযান মিশনের বাজেট কম ছিল। খুবই কম খরচে তৈরি করা হয়েছিল এই মিশন। তা সত্ত্বেও দুর্দান্ত কাজ করেছে। ১ হাজারের বেশি ছবি পাঠিয়েছে মঙ্গলগ্রহের। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement