
সামরিক শক্তি বাড়াতে জোর কসরত করছে পাকিস্তান। ইতিমধ্যেই তারা AIM-120 AMRAAM এবং Chinese PL-15 কেনার দিকে হাত বাড়িয়েছে। যদিও এই সব করে ভারতকে বেশি চাপে ফেলতে পারবে না শেহবাজ, মুনিররা। কারণ, ভারতের ক্ষেপণাস্ত্রগুলি ও সব মিসাইলের থেকে অনেকগুণ আধুনিক। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO-এর VSHORAD, Astra, Rudram, NRSAM এবং BrahMos-ER মিসাইলগুলি পাকিস্তানকে বলে বলে গোল দেবে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
আর এই সব মিসাইলের উপর ভর করেই অপারশেন সিঁদুরে পাকিস্তানকে পর্যদুস্ত করেছিল ভারত। তাই আর সময় নষ্ট না করে এই সব ক্ষেপণাস্ত্রগুলির স্পেসিফিকেশন দ্রুত জেনে নিন।
VSHORAD
এটি ভারতের ম্যান-পোর্টাবল মিসাইল। এর মাধ্যমে ড্রোনের উপর আঘাত হানা সম্ভব। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে শুরু করে লো ফ্লাইং এয়ারক্রাফ্টকে নীচে নামিয়ে আনা সম্ভব। এটির মাধ্যমে পাকিস্তানের ছোট ড্রোন এবং হেলিকপ্টারকে জব্দ করে ভারতীয় সেনা।
রেঞ্জ: ৬ কিমি
স্পিড: ২৪৭০ কিমি প্রতি ঘণ্টা
ওজন: ১৭ কেজি
প্ল্যাটফর্ম: শোল্ডার-লঞ্চড, ট্রাক এবং হেলিকপ্টার
Astra
Astra হল ভারতের তৈরি নিজস্ব BVRAM (Beyond Visual Range Air-to-Air Missile) মিসাইল। এটির Mk-1 সংস্করণ এখন কাজ করছে। তবে আপডেটেড ভার্সন Mk-2 নিয়ে কাজ হচ্ছে। এটি ২০০ কিমির দূর থেকে পাকিস্তানি JF-17 জেট নামাতে পারে।
রেঞ্জ: ১১০ থেকে ২০০ কিমি
স্পিড: ৪৯৩৯ কিমি প্রতি ঘণ্টা
ওজন: ১৫৪ কেজি
প্ল্যাটফর্ম: সুখোই ৩০, মিগ ২৯
Rudram
এটি অত্যন্ত আধুনিক একটি মিসাইল। এটি শত্রুর ব়্যাডার, এয়ারপোর্ট এবং বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। এখন রুদ্রম ১ সার্ভিস দিচ্ছে। ২০২৫ সালে মিলবে রুদ্রম-৩ হাইপারসোনিক ভার্সন। এটি পাকিস্তানের এয়ারবেসে অনায়াসে করতে পারবে অ্যাটাক।
রেঞ্জ: ১৫০ থেকে ২৫০ কিমি
স্পিড: ২৪৭০ কিমি প্রতি ঘণ্টা
ওজন: ৭০০ কেজি
প্ল্যাটফর্ম: সুখোই ৩০, তেজাস
NRSAM
NRSAM (Naval Short Range Surface-to-Air Missile) বানানোই হয়েছে নেভাল শিপের জন্য। এটি অ্যান্টিশিপ মিসাইলকে আটকে দিতে সক্ষম। এটি পাকিস্তানি নেভির খেল খতম করার ক্ষমতা রাখে।
রেঞ্জ: ১৫-২৫ কিমি
স্পিড: ৩০৮৭ কিমি প্রতি ঘণ্টা
ওজন: ২৫০ কেজি
প্ল্যাটফর্ম: যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন
BrahMos-ER
BrahMos-ER হল রাশিয়া ও ভারতের যৌথ তদারকিতে তৈরি একটি মিসাইল। এটি ভূমি, আকাশ এবং সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। এটা যে কোনও পাকিস্তানি জাহাজকে ৮০০ কিমি দূর থেকে ধ্বংস করে দিতে পারে।
রেঞ্জ: ৮০০ কিমি
স্পিড: ৩৭০৪ কিমি প্রতি ঘণ্টা
ওজন: ২৫০০ কেজি
প্ল্যাটফর্ম: জাহাজ, প্লেন, সাবমেরিন ও ভূমি
তাই এটা অনায়াসে বলা যায় যে পাকিস্তান যত কিছুই করুক না কেন, তারা এখনও ভারতের কাছে সামরিক শক্তিতে বাচ্চা।