Indigo flight crisis: ইন্ডিগো ফ্লাইট বাতিল, নবদম্পতি ভিডিও কলেই সারলেন রিসেপশন

দেশজুড়ে ইন্ডিগোর একশোর বেশি ফ্লাইট বাতিলের কারণে কর্নাটকের হুব্বলিতে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। নির্ধারিত দিনে নিজ নিজ শহর থেকে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন করলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবদম্পতি মেধা ক্ষীরসাগর ও সংগমা দাস।

Advertisement
ইন্ডিগো ফ্লাইট বাতিল, নবদম্পতি ভিডিও কলেই সারলেন রিসেপশন
হাইলাইটস
  • দেশজুড়ে ইন্ডিগোর একশোর বেশি ফ্লাইট বাতিলের কারণে কর্নাটকের হুব্বলিতে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি।
  • নির্ধারিত দিনে নিজ নিজ শহর থেকে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন করলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবদম্পতি মেধা ক্ষীরসাগর ও সংগমা দাস।

দেশজুড়ে ইন্ডিগোর একশোর বেশি ফ্লাইট বাতিলের কারণে কর্নাটকের হুব্বলিতে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। নির্ধারিত দিনে নিজ নিজ শহর থেকে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন করলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবদম্পতি মেধা ক্ষীরসাগর ও সংগমা দাস।

দম্পতি দু’জনই বেঙ্গালুরুর বাসিন্দা। ২৩ নভেম্বর ভুবনেশ্বরে বিয়ের পর ৩ ডিসেম্বর কনের বাড়ি হুব্বলিতে গুজরাত ভবনে রিসেপশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানকে মাত্র একদিন আগে ভুবনেশ্বর-বেঙ্গালুরু ফ্লাইট বাতিলের খবর আসে। নবদম্পতি হুবব্লিতে পৌঁছাতে পারলেন না, তবু রিসেপশনের সব প্রস্তুতি সম্পন্ন থাকে।

শেষমেষ কনের মা-বাবা মণ্ডপে বসে অনুষ্ঠানের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, আর নবদম্পতি ভিডিও কলে যুক্ত হন। অনুষ্ঠানস্থলের বড় পর্দায় তাদের উপস্থিতি দেখা যায়। কনের মা বলেন, 'ফ্লাইট বাতিল হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, নবদম্পতি অনলাইনে থাকলেও অনুষ্ঠান হবে।'

দেশজুড়ে ইন্ডিগোর ফ্লাইট বাতিলের পেছনে সংস্থার নতুন ফ্লাইট ডিউটি নর্মস (FDTL)-এর দ্বিতীয় দফার রোস্টার পরিকল্পনায় গলদকে দায়ী করা হয়েছে। চলতি সপ্তাহে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই সহ একাধিক শহরে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। বিশেষত বৃহস্পতিবার একদিনে ৫০০-রও বেশি ফ্লাইট বাতিল হয়ে সংস্থার ২০ বছরের ইতিহাসে সর্বাধিক ফ্লাইট বাতিলের রেকর্ড গড়েছে।

ইন্ডিগো জানিয়েছে, ২,২০০ দৈনিক ফ্লাইট পরিচালনার জন্য পুরো পরিষেবা স্বাভাবিক হতে ফেব্রুয়ারি ১০ পর্যন্ত সময় লাগবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আরও অনেক ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে। সংস্থার দাবি, পরিকল্পনার ভুল ও হিসেব-নিকেশের ঘাটতি এই অস্থিরতার মূল কারণ।

 

POST A COMMENT
Advertisement