Indore : ইন্দোরে দূষিত জলে ফের মৃত্যু, সংখ্যা বেড়ে ২৩; 'প্রশাসন কী করছে?' বাড়ছে ক্ষোভ

ইন্দোরে দূষিত জলকাণ্ডে ফের মৃত্যু। নতুন করে আরও ২ জন মারা গেলেন। ফলে সংখ্যা বেড়ে হল ২৩। এই খবর চাউর হতেই মধ্যপ্রদেশে নতুন করে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। একাধিক রাজনেতিক দলও বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে।

Advertisement
ইন্দোরে দূষিত জলে ফের মৃত্যু, সংখ্যা বেড়ে ২৩; 'প্রশাসন কী করছে?' বাড়ছে ক্ষোভ ইন্দোরে বাড়ছে মৃত্যু
হাইলাইটস
  • ইন্দোরে দূষিত জলকাণ্ডে ফের মৃত্যু
  • নতুন করে আরও ২ জন মারা গেলেন

ইন্দোরে দূষিত জলকাণ্ডে ফের মৃত্যু। নতুন করে আরও ২ জন মারা গেলেন। ফলে সংখ্যা বেড়ে হল ২৩। এই খবর চাউর হতেই মধ্যপ্রদেশে নতুন করে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। একাধিক রাজনেতিক দলও বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে সাধারণের মৃত্যু হচ্ছে বলে দাবি বিক্ষুব্ধদের। 

সর্বশেষ পাওয়া খবর অনুয়ায়ী, ইন্দোরের বিভিন্ন জায়গায় নতুন করে জলবাহিত রোগ ছড়াতে শুরু করেছে। যে দুজন মারা গিয়েছেন তাঁদের বয়স যথাক্রমে ৫৫ ও ৭৪। প্রথম জন ৯ জানুয়ারি ও দ্বিতীয় জন ১২ জানুয়ারি মারা যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ২ জনেরই বমি হচ্ছিল। তাঁদের মধ্যে ডায়ারিয়ার উপসর্গও ছিল। 

মৃত কমলাবাইয়ের স্বামী তুলসীরাম জানান, প্রশাসন অসুস্থদের পাশে দাঁড়াচ্ছে না। তিনি বলেন, 'আমার স্ত্রী-কে ভর্তি করা হলেও আমাদের পাশে কেউ দাঁড়াননি। ওষুধের নামে টাকা নেওয়া হয়েছিল। আমরা গরিব মানুষ। হাসপাতালের কোনও কর্মকর্তা বা আধিকারিক খোঁজ নেননি।' 

দ্বিতীয় জনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে তিনি মারা যান। 

এদিকে নতুন করে মৃত্যুর ঘটনা সামনে আসায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তাঁদের অভিযোগ, এখনও পাইপ লাইনে অপরিশোধিত বা দূষিত জল পরিবাহিত হচ্ছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ করছে না। 

স্থানীয়দের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে প্রাণহানির ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জলের সমস্যা যে মিটে গিয়েছে তা এখনই বলা যাবে। 

POST A COMMENT
Advertisement