ইন্দোরে 'লভ জিহাদে'র শিকার তরুণী, ধর্ষণে অভিযুক্ত প্রেমিক সলমন

ফের খবরের শিরোনামে লাভ জিহাদ। এবার ইন্দোরে লাভ জিহাদের শিকার উত্তরপ্রদেশের বেরেলির এক তরুণী। ঘটনায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

Advertisement
ইন্দোরে 'লভ জিহাদে'র শিকার তরুণী, ধর্ষণে অভিযুক্ত প্রেমিক সলমনযুবতীকে ধর্ষণের অভিযোগ মুসলিম যুবকের বিরুদ্ধে
হাইলাইটস
  • প্রেমের ফাঁদে ফেলে হিন্দু যুবতীকে ধর্ষণের অভিযোগ।
  • ইন্দোরে লাভ জিহাদের শিকার উত্তরপ্রদেশের বেরেলির এক তরুণী।
  • জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

ফের খবরের শিরোনামে লাভ জিহাদ। এবার ইন্দোরে লভ জিহাদের শিকার উত্তরপ্রদেশের বেরেলির এক তরুণী। ঘটনায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। নির্যাতিতার দাবি, তাঁকে প্রতারণা করার পাশাপাশি, জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে।

তিলক নগর থানা সূত্রে খবর, নির্যাতিতা তরুণী কর্মসূত্রে ইন্দোরে থাকেন। তিনি মূলত একটি বেসরকারি চাকরি করেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে আকাশ নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তারা ঘন ঘন কথা বলতে শুরু করে এবং দেখা-স্বাক্ষাৎও চলতে থাকে।

তরুণীর অভিযোগ, অভিযুক্ত তাঁকে বারবার  যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দিত। কিন্তু পরে সে জানতে পারে যে যুবকের আসল নাম সলমন। এমন অবস্থায় কী হবে, বুঝতে না পেরে বজরং দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন তরুণী।

বজরং দলের এক নেতা জানান, "তরুণীর থেকে গোটা ঘটনা জানতে পেরে সংগঠনের কর্মীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় মহিলাকে প্রতারিত করা হয়েছে। তাঁর বিশ্বাসভঙ্গ করা হয়েছে।" ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি করেছেন তিনি।

তিলক নগর থানার ইনচার্জ মনীশ লোধা জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে সলমনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা-সহ অন্য একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement