ফাইল চিত্র'ভারত থেকে মোদী সরকারকে উৎখাত করতে বাংলাদেশের মতো হওয়া দরকার।' এমনই মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (INLD) সর্বভারতীয় সভাপতি অভয় সিং চৌটালা। তিনি বলেন, 'শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে যেভাবে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, ভারতেও তেমনই আন্দোলন হওয়া উচিত বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে।'
অভয় সিং চৌটালার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভয় চৌটালাকে বলতে শোনা গিয়েছে, 'শ্রীলঙ্কায় যেভাবে হয়েছে, বাংলাদেশে যেভাবে যুবসমাজ সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে, নেপালে যেভাবে সরকার উৎখাত হয়েছে, ভারতেও একই কৌশল প্রয়োগ করতে হবে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে।' এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।
এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় BJP-র জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, 'চৌটালার মন্তব্য ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।' তাঁর আরও অভিযোগ, 'এই ধরনের বক্তব্য কিছু বিরোধী নেতার সংবিধান বিরোধী ও ভারত বিরোধী মানসিকতারই পরিচয় দেয়।' একটি ভিডিও বার্তায় শেহজাদ পুনাওয়ালা আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনার নামে বিরোধীরা আম্বেদকরের সংবিধানের বিরুদ্ধাচরণ করছে এবং ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা নষ্ট করছে।' তাঁর মতে, 'রাজনৈতিক ফায়দা তুলতেই এঁরা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে নিজেদের স্বার্থকে রাখছে।'
এদিকে, BJP-র আর এক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরে একে 'ভারত বিরোধী মন্তব্য' বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, 'অভয় চৌটালার পাশাপাশি রাহুল গান্ধীর মতো শীর্ষ বিরোধী নেতারাও দেশের রাজনৈতিক ব্যবস্থার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এমন বয়ানকে উসকে দিচ্ছেন।'
হরিয়ানার মন্ত্রী কৃষ্ণ বেদিও চৌটালার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তাঁর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আদর্শগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি চৌটালা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কথা উল্লেখ করে সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের অসঙ্গতি তুলে ধরেন।
এই বিতর্ক নিয়ে BJP ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শীর্ষ নেতাদের ব্যবহৃত ভাষা নিয়ে দেশের রাজনৈতিক পরিসরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।