BrahMos-2 missile: ৫ মিনিটে উড়বে ইসলামাবাদ, রেঞ্জে চিনও, BrahMos-2 মিসাইলের ফিচার জানেন?

ভারতের হাতে আসতে চলেছে অতি শক্তিশালী BrahMos-2 hypersonic Missile। এই বিষয়ে মোদী সরকার ও রাশিয়ার মধ্যে অনেকটাই কথা এগিয়ে গিয়েছে বলে খবর। আর এই নেক্সট জেনারেশন মিসাইলে রাশিয়ান প্রোপালশন (ইঞ্জিনের প্রযুক্তি), ভারতীয় সেন্সর, অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) এবং অ্যাভোনিকস (ফ্লাইট কন্ট্রোল সিস্টেম) থাকবে। আর এই মিসাইলের রেঞ্জ হবে ১৫০০ কিমি। এটি ভূমি, সমুদ্র এবং সামমেরিন থেকে লঞ্চ করা যাবে।

Advertisement
৫ মিনিটে উড়বে ইসলামাবাদ, রেঞ্জে চিনও, BrahMos-2 মিসাইলের ফিচার জানেন?ব্রহ্মোস ২ মিসাইল
হাইলাইটস
  • ভারতের হাতে আসতে চলেছে অতি শক্তিশালী BrahMos-2 hypersonic Missile
  • এই বিষয়ে মোদী সরকার ও রাশিয়ার মধ্যে অনেকটাই কথা এগিয়ে গিয়েছে বলে খবর
  • এটি ভূমি, সমুদ্র এবং সামমেরিন থেকে লঞ্চ করা যাবে

ভারতের হাতে আসতে চলেছে অতি শক্তিশালী BrahMos-2 hypersonic Missile। এই বিষয়ে মোদী সরকার ও রাশিয়ার মধ্যে অনেকটাই কথা এগিয়ে গিয়েছে বলে খবর। আর এই নেক্সট জেনারেশন মিসাইলে রাশিয়ান প্রোপালশন (ইঞ্জিনের প্রযুক্তি), ভারতীয় সেন্সর, অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার (EW) এবং অ্যাভোনিকস (ফ্লাইট কন্ট্রোল সিস্টেম) থাকবে। আর এই মিসাইলের রেঞ্জ হবে ১৫০০ কিমি। এটি ভূমি, সমুদ্র এবং সামমেরিন থেকে লঞ্চ করা যাবে।

BrahMos-2 কী?

এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভারত এবং রাশিয়া মিলে তৈরি করবে। ব্রহ্মোস ১-এর থেকে এটি বহুগুণে এগিয়ে থাকবে। এটি হবে হাইপারসোনিক মিসাইল। এটি শব্দের ৫ গুণ দ্রুত গতিতে উড়বে। যার ফলে শত্রুপক্ষের ব়্যাডারের পক্ষে এই মিসাইল ধরে ফেলা অসম্ভব হয়ে পড়বে।

কোথা দিয়ে করতে পারে আক্রমণ?

এটি যে কোনও এয়ারবেস, বন্দর এবং কমান্ড সেক্টর থেকে উৎক্ষেপণ করা যাবে। এতে মজুত রাশিয়ান ইঞ্জিন দেবে দারুণ স্পিড। আর ও দিকে ভারতীয় সেন্সর এটিকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে করবে সাহায্য। Anti-EW Avionics এটিকে শত্রুপক্ষের হাতে ধরা পড়তে দেবে না। এটিকে ২০৩১ সালের মধ্যে ভারতের সেনায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

কী কী বৈশিষ্ট্য রয়েছে?

গতি- এটি ঘণ্টায় ৮৫০০ থেকে ১০০০০ কিমি গতিতে উড়তে পারে। অর্থাৎ একটা বিমানের থেকে ১০ গুণ বেশি জোরে ওড়ার ক্ষমতা রয়েছে এর।

রেঞ্জ- ১৫০০ কিমি। এটি দিল্লি থেকে ইসলামাবাদ পৌঁছে যেতে পারে মাত্র ৫ থেকে ৭ মিনিটে।

ইঞ্জিন- Scramjet (রাশিয়ার প্রযুক্তি), এটি বাতাসে উপস্থিত অক্সিজেন জ্বালাতে পারে। বাঁচাতে পারে জ্বালানি।

আকার- এটি ৮ থেকে ৯ মিটার দীর্ঘ। ওজন প্রায় ২ থেকে ৩ টন।

ওয়ারহেড- এটিতে ২০০ থেকে ৩০০ কেজি বিস্ফোরক থাকতে পারে।

কোথা থেকে করা যাবে লঞ্চ- ভূমি থেকে মোবাইল লঞ্চারে, সাবমেরিন ও ফাইটার জেট থেকে।

রেঞ্জ কতটা?

এটির রেঞ্জ হল ১৫০০ কিমি। এটি ভারতের পক্ষে একটা গেম চেঞ্জার। ভারতের রাজস্থান, আসাম ও আন্দামান থেকে এটি বিভিন্ন দেশে হামলা চালাতে পারে।

Advertisement

পাকিস্তানও রয়েছে কভারেছে

পাকিস্তানের মোট আয়তন হল ৭৯৬০০০ স্কোয়ার কিলোমিটার। তাই রাজস্থান বা গুজরাতের লঞ্চ সাইট থেকে করাচি, লাহোর, ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিতে আঘাত হানা সম্ভব হবে।

চিনে কতটা প্রবেশ করতে পারবে?

চিনের ভূমির ২০ থেকে ২৫ শতাংশে আঘাত আনতে পারবে এই মিসাইল। বিশেষত, তিব্বত, জিনিজিয়াঙ্গ,উন্নান, সিচুয়ান এবং চুনিনিং-এ আঘাত হানা যাবে বলে মনে করা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement