ISRO-র ১০১তম মিশনে ধাক্কা। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ সফল হলেও পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-C61 স্যাটেলাইট লঞ্চে ব্যর্থ হল। রবিবার ভোরে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয় EOS-09 উপগ্রহটি। সেটিকে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দেওযার কথা ছিল রেকর্ড কাজের তকমাপ্রাপ্ত PSLV-C61 রকেটের। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হল সে।
শুরুর দিকে সবটাই ঠিক ছিল। বিপত্তি বাঁধে উৎক্ষেপের মিনিট খানেক পর। ঠিক ভোর ৫.৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় PSLV-C61। মিশনের দ্বিতীয় স্টেজ পর্যন্ত সব ঠিক থাকলেও তৃতীয় স্টেজেই সমস্যা দেখা দেয়। তবে ঠিক কী টেকনিক্যাল কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানায়নি ISRO। তবে উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং চলাকালীনই ISRO চিফ ভি নারায়ণন নিশ্চিত করেন, রকেটের তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সলিড মোটর সিস্টেমেই সম্ভবত ত্রুটিটি ধরা পড়ে। আর সেটিই ছিল সবচেয়ে স্বর্শকাতর ধাপ। অরবিটের খুব কাছে পেলোডটিকে প্রতিস্থাপন করার একদম প্রাথমিক ধাপ।
ভি নারায়ণন বলেন, 'শ্রীহরিকোটা থেকে আজ আমাদের ১০১তম উৎক্ষেপণ ছিল। চার ধাপের এই উৎক্ষেপণ এবং স্যাটেলাইট প্রতিস্থাপনের প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপ পর্যন্ত সমস্তটাই ঠিকঠাক ছিল। তৃতীয় ধাপেও প্রাথমিক ভাবে মোটর চালু হয়েছিল তবে তারপরই ত্রুটি ধরা পড়ে। শেষ পর্যন্ত এই মিশন ব্যর্থ হল। মোটরের চেম্বারে প্রেসার কমে গিয়েছিল। আমরা ত্রুটির প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। আবার এই মিশন নিয়ে আমরা ফিরব।'
১৯৯৩ সালের পর থেকে ISRO-র এই PSLV রকেট সবচেয়ে বিশ্বস্ত। ব্যর্থতার কোনও তকমা তেমন ভাবে জোটেনি। ১৯৯৩ সালে প্রথম উড়ানের সময়ে প্রোগ্রামিংয়ের ভুল এবং ২০১৭ সালে পেলোড বিচ্ছিন্ন না হওয়ার মতো টুকটাক ঘটনা ছাড়া এই রকেট ISRO-র চ্যাম্পিয়ন।