IT Bill 2025: বাজেটে পেশ করা নতুন আয়কর বিল হঠাত্‍ প্রত্যাহার কেন্দ্রের, কেন এই সিদ্ধান্ত?

চলতি বছর লোকসভার বাজেট অধিবেশন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছিলেন নয়া আয়কর বিল ২০২৫। কিন্তু শুক্রবার আচমকাই সেই বিল প্রত্যাহার করে নেওয়া হল। এর নেপথ্যে কী কারণ জানা যাচ্ছে?

Advertisement
বাজেটে পেশ করা নতুন আয়কর বিল হঠাত্‍ প্রত্যাহার কেন্দ্রের, কেন এই সিদ্ধান্ত?
হাইলাইটস
  • চলতি বছর পেশ করা হয়েছিল আয়কর বিল ২০২৫
  • শুক্রবার তা প্রত্যাহার করে নিল কেন্দ্র
  • কেন এমন সিদ্ধান্ত সরকারের?

চলতি বছর ১৩ ফেব্রুয়ারি লোকসভায় ইনকাম ট্যাক্স বিল ২০২৫ পেশ করা হয়েছিল। যা আইন হিসেবে পাশ হলে ১৯৬১ সালের ইনকাম ট্যাক্স আইনের বদলে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার আচমকাই সেই বিল প্রত্যাহার করে নেওয়া হল। সূত্র মারফত খবর এমনটাই। 

কেন প্রত্যাহার?

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, এই ইনকাম ট্যাক্স বিলের একটি নয়া ভার্সন আসতে চলেছে। যার মধ্যে ঢোকানো হচ্ছে বৈজন্ত পান্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির একাধিক প্রস্তাব। সেই নতুন ভার্সনের ইনকাম ট্যাক্স বিল লোকসভায় পেশ করা হবে আগামী ১১ অগাস্ট।

আয়কর বিলের একাধিক ভার্সন নিয়ে যাতে সাধারণ নাগরিকদের মধ্যে কোনও বিভ্রান্তি না থাকে, সে কারণেই এই আপডেটেড ভার্সন বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। আপডেটেড ভার্সনে সমস্ত পরিবর্তনের উল্লেখ করা থাকবে। এরপর আগামী সোমবার সেটি সংসদে পেশ হবে। 

এই সিলেক্ট কমিটি নিজেদের রিপোর্ট সংসদে জমা করেছিল গত ২১ জুলাই। সাড়ে চার হাজার পাতার দীর্ঘ রিপোর্টে আয়কর বিল, ২০২৫-এর খসড়ায় ২৮৫টি পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাবগুলির অধিকাংশই সাধারণ আয়করদাতাদের সুবিধার্থেই দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কমিটি। 

গৃহ সম্পত্তি থেকে আয়
গৃহ সম্পত্তি থেকে আয় করেন যে নাগরিকরা, তাদের জন্য ২টি প্রস্তাব দিয়েছিল সিলেক্ট কমিটি। 
> নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত, পুরকর কাটছাঁটের পর যে ০% স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুমোদিত, তা পূর্ব থেকেই প্রযোজ্য। এতে বিভ্রান্তি হবে না।
> গৃহঋণের সুদের উপর যে কর ছাড়  বর্তমানে শুধুমাত্র স্ব-অধিকৃত সম্পত্তির জন্যই প্রযোজ্য, তা ভাড়ার উদ্দেশ্যে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য করা উচিত।

TDS এবং TCS-এর জন্য সহজ রিফান্ড প্রক্রিয়া
অনেক করদাতা TDS বা TCS এর রিফান্ড পেতে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হন। কমিটি চায় যে রিফান্ড প্রক্রিয়াটি আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ হোক। 

 

POST A COMMENT
Advertisement