আটক CEO ও অভিযুক্ত আরও ১উৎসবের মাঝেই নৃশংস অত্যাচারের শিকার মহিলা আইটি কর্মী। চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তাঁরই সংস্থার CEO-র বিরুদ্ধে। একটি বার্থডে পার্টি থেকে ফিরছিলেন তিনি। বাড়িতে ড্রপ করে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নারকীয় অত্যাচার করা হয় বলে খবর পুলিশ সূত্রে। ঘটনাটি ঘটে গত শনিবার রাজস্থানের উদয়পুরে। ইতিমধ্যেই ওই CEO সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বার্থডে পার্টি থেকে অধিকাংশ অতিথিই তখন ফিরে গিয়েছিলেন। ওই মহিলা একাই বেরোচ্ছিলেন পার্টি থেকে। তিনি জানান, সে সময়ে কোম্পানির CEO, একজন মহিলা এক্সিকিউটিভ হেড ও তাঁর স্বামী তাঁকে লিফট দিতে আগ্রহ প্রকাশ করেন। তিনিও রাজি হয়ে যান তাঁদের প্রস্তাবে। অভিযোগ, মাঝ পথে গাড়ি থামিয়ে দোকান থেকে সিগারেট কেনেন তাঁরা। রেগুলার সিগারেটের মতো ছিল না সেটির স্বাদ। নির্যআতিতা জানান, তাঁকে সিগারেট অফার করা হয়। সেটি খাওয়ার পর সংজ্ঞা হারান ওই নির্যাতিতা। জ্ঞান আসে পরদিন সকালে। তিনি মনে করতে সক্ষম হন, অচেতন অবস্থায় তাঁকে গণধর্ষণ করা হয়েছে। এরপরই সংস্থার CEO-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৩ জন অভিযুক্তকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। মেডিক্যাল টেস্টের রিপোর্ট এলে তবেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন উদয়পুরের SP যোগেশ বয়াল। এই ঘটনার তদন্তভার পড়েছে ASP মাধুরী ভার্মার উপর। গণধর্ষণে অভিযুক্ত CEO জিতেশ সিসোদিয়া একজন IIT উত্তীর্ণ বলে জানিয়েছে পুলিশ।