scorecardresearch
 

PM Modi Giorgia Meloni Selfie: 'ভাল বন্ধু... #Melodi', মোদীর সঙ্গে সেলফি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির

সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট (COP28) আয়োজিত হয়েছে। এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা দুবাই গিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Advertisement
সেলফি দুই রাষ্ট্রনেতার। সেলফি দুই রাষ্ট্রনেতার।
হাইলাইটস
  • সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট (COP28) আয়োজিত হয়েছে।
  • এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা দুবাই গিয়েছেন।
  • সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট (COP28) আয়োজিত হয়েছে। এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা দুবাই গিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

COP28 চলাকালীন এই সেলফি তোলা হয়েছে। ছবি থেকে বোঝা যাচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিই এই সেলফিটি তুলেছেন। ছবিতে দুই রাষ্ট্রপ্রধানকেই বেশ খোশ মেজাজে, হাসিমুখে দেখা গিয়েছে। মেলোনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই সেলফি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লেখেন, COP28-এ ভাল বন্ধু। #মেলোডি। উল্লেখযোগ্য বিষয়টি হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে, তাঁদের 'মেলোডি' বলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সেই Melodi নাম যে খোদ জর্জিয়া মেলোনি পর্যন্ত পৌঁছে গিয়েছে, তা এই পোস্ট থেকেই স্পষ্ট।

কূটনীতির ক্ষেত্রে রাষ্ট্রনেতাদের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে, COP28 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের ফটোশুটেও প্রধানমন্ত্রী মোদী এবং মেলোনির মধ্যে সুসম্পর্কের প্রমাণ মিলেছিল। দুই প্রধানমন্ত্রীকে একসঙ্গে হাসতে এবং কথা বলতে দেখা যায়। ভারত-ইতালির সুসম্পর্কের প্রতীক হিসাবে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

প্রসঙ্গত, COP28 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার গভীর রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি জানিয়েছেন, 'ধন্যবাদ দুবাই। COP28 শীর্ষ সম্মেলন দুর্দান্ত হয়েছে। একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে আমাদের একসঙ্গে কাজ করতে থাকতে হবে।'

আরও পড়ুন

Advertisement

COP কী?
COP-র পুরোটা হল, 'কনফারেন্স অফ দ্য পার্টিস'। এগুলি হল সেই সকল দেশ যারা ১৯৯২ সালে জাতি সংঘের জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছিল। এটি COP-র ২৮ তম সভা। সেই কারণে একে COP28 বলা হচ্ছে। COP28-র লক্ষ্য হল, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ করে রাখা। ২০১৫ সালে প্যারিসে প্রায় ২০০টি দেশের মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়েছিল।

জাতিসংঘের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অনুসারে, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের টার্গেট যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব রুখে দেওয়া যেতে পারে।
 

Advertisement