scorecardresearch
 

Jaipur Murder Case: ব্রহ্মচারীই হল সাইকো কিলার! জয়পুর খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গত ১১ ডিসেম্বর অনুজ বিদ্যাধরনগর এলাকার লালপুরিয়া অ্যাপার্টমেন্ট সেক্টর-২-এ নিজের মামী সরোজ শর্মাকে (৬৪) মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে অভিযুক্ত। তার পর বাথরুমে মার্বেল কাটার মেশিন দিয়ে লাশকে ১০ টুকরো করে। ফেলে আসে জঙ্গলে।

Advertisement
মামীকে খুন। মামীকে খুন।
হাইলাইটস
  • রাজস্থানের জয়পুরে সরোজ শর্মা হত্যাকাণ্ডের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
  • গুগল ম্যাপ দেখে দেহ লোপাট।

রাজস্থানের জয়পুরে সরোজ শর্মা হত্যাকাণ্ডের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই মহিলাকে খুন করে ১০ টুকরো করে ফেলেছিল অভিযুক্ত ভাগ্নে। সেই লাশ গায়েব করতে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিল সে। শুধু তাই নয় ঘটনাটি গোপন করতে চেষ্টার ত্রুটি রাখে অভিযুক্ত। পুলিশ বলছে,তুচ্ছ বিষয়ে সে যেভাবে দেহ টুকরো টুকরো করেছে তাতেই বোঝা যাচ্ছে অভিযুক্ত মানসিক রোগী।

গত ১১ ডিসেম্বর অনুজ বিদ্যাধরনগর এলাকার লালপুরিয়া অ্যাপার্টমেন্ট সেক্টর-২-এ নিজের মামী সরোজ শর্মাকে (৬৪) মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে অভিযুক্ত। তার পর বাথরুমে মার্বেল কাটার মেশিন দিয়ে লাশকে ১০ টুকরো করে। ফেলে আসে জঙ্গলে।

জানা গিয়েছে, অভিযুক্ত অনুজের মা কোভিডের সময় মারা গিয়েছিলেন। সরোজ শর্মা তার দেখাশোনা করতেন। ১১ ডিসেম্বর অনুজ নিজের মামী সরোজকে দিল্লিতে একটি সৎসঙ্গে যেতে বলেন। সরোজ যেতে চাননি। দুজনের মধ্যে তর্ক হয়। এরপর হাতুড়ি নিয়ে মহিলার মাথায় আঘাত করে অনুজ। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে সরোজের। 

অনুজ হার্ডওয়্যারের দোকান থেকে একটি মার্বেল কাটার মেশিন এনে দেহটিকে ১০ টুকরো করে। একটি ব্যাগে সেগুলি ভরে লাশ গায়েব করার জন্য গুগল ম্যাপের সাহায্য নেয় সে। ঘটনায় একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, একটি স্যুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অনুজ। 

অভিযুক্ত অনুজ
অভিযুক্ত অনুজ

তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, মৃতদেহ টুকরো টুকরো করার পর অনুজ দিল্লি রোডের জঙ্গলে পৌঁছয়। তার পর দেহের এক এক অংশ এক একটি জায়গায় ফেলে দেয়। পুলিশ অভিযুক্ত অনুজ শর্মা ওরফে অচিন্ত্যকে গ্রেফতার করেছে৷ সেই সঙ্গে জঙ্গল থেকে দেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এখনও ওই মহিলার শরীরের অন্যান্য অংশ খুঁজছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement
অভিযুক্ত অনুজ
অভিযুক্ত অনুজ

অভিযুক্ত অনুজ শর্মা ওরফে অচিন্ত্য গোবিন্দদাস (৩২ বছর) সম্ভ্রান্ত পরিবারের। তাঁর বাবা একটি ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার ছিলেন। বর্তমানে তিনি অবসর নিয়েছেন। মামী সরোজ শর্মা (৬৪), বাবা, তিন খুড়তুতো ভাই এবং এক ভাইয়ের সঙ্গে থাকত সে। একটি বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছে অনুজ৷ এরপর কিছুদিন একটি বেসরকারি কোম্পানিতেও চাকরি করে। চাকরি ছেড়ে দিয়ে ব্রহ্মচারী জীবনযাপন শুরু করে। ২০১২-১৩ সালে চাকরি ছেড়ে একটি মন্দিরের সদস্য হয়। নাম পরিবর্তন করে অচিন্ত্য গোবিন্দদাস হয় অনুজ।

আরও পড়ুন- ঝাড়খণ্ডে শ্রদ্ধা কাণ্ডের ছায়া, স্ত্রীকে ১২ টুকরো করল স্বামী

Advertisement