প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দিল্লিতে শনিবার তাঁদের সাক্ষাৎ হয়। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটি তাঁর প্রথম সাক্ষাৎ। দুই নেতার মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে বৈঠক চলে। বৈঠকে সাম্প্রতিক পহেলগাঁওতে হামলা এবং এরপর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি সহ অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
'জম্মু-কাশ্মীর সরকার কেন্দ্রীয় সরকারের যেকোনও পদক্ষেপকে সমর্থন করে'
বৈঠকের আগে, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এর সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, ওমর আবদুল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। কেন্দ্রীয় সরকারের যেকোনও সিদ্ধান্তে জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেবেন। বিশেষ করে পহেলগাঁও হামলার প্রতিশোধ এবং দেশের নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলিতে।
ওমর আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়ছে এবং কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
ফারুক আবদুল্লাহ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন
এর আগে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন) সভাপতি ফারুক আবদুল্লাহ এই হামলার নিন্দা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'যারা এই হামলার সঙ্গে জড়িত তারা মানবতার শত্রু, তারা নরকে পচবে।'
ফারুক আবদুল্লাহ পহেলগাঁও হামলায় নিহত আদিল হোসেন শাহের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে শ্রদ্ধা নিবেদন করেন। আদিল একজন সহিষ ছিলেন। সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬ জনের মধ্যে আদিলও ছিলেন। আদিল ছাড়া সকলেই পর্যটক ছিলেন।
'পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রধানমন্ত্রীর অধিকার'
পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পদক্ষেপ নিচ্ছে, সে সম্পর্কে ফারুক আবদুল্লাহ কোনও মন্তব্য করেননি। তিনি বললেন, 'এটা প্রধানমন্ত্রীর অধিকার, আমি কিছু বলব না'।