দিন কয়েক আগে হড়পা বানে নিশ্চিহ্ন হয়ে যায় উত্তরকাশীর হর্ষিল গ্রাম। সেই রেশ কাটতে না কাটতে এবার জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে নামল হড়পা বান। এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ বহু।
বৃহস্পতিবার পাড্ডর এলাকার চাশোটি গ্রামে মেঘ ভেঙে বান আসে। দুর্ঘটনাটি ঘটে যখন হাজার হাজার ভক্ত মাচাইল মাতা যাত্রার জন্য এসেছিলেন। এখানে যাত্রার প্রথম যাত্রাবিরতি ছিল।
#BREAKING: Heavy cloudburst reported in Chasoti village of Padder, Kishtwar in Jammu & Kashmir. According to local sources, between 200 and 300 people are feared to be trapped in the affected area. pic.twitter.com/M5CjFSCtqa
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 14, 2025
চলছে উদ্ধার অভিযান
দুর্যোগ এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি অর্ধেকেরও বেশি অংশ জল ও কাদামাটিতে ডুবে গেছে। গ্রামে যাওয়ার রাস্তাগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে উদ্ধারকারী দলগুলি ঘটনাস্থলে পৌঁছতে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে।
A cloudburst struck the Chashoti area in Padder, Kishtwar district, on Thursday, triggering a flash flood along the route of the revered Shree Machail Mata Yatra. pic.twitter.com/JYbOoQBTrV
— Raajeev Chopra (@Raajeev_Chopra) August 14, 2025
গত ১৫ দিন ধরে, পুঞ্চ, রাজৌরি এবং ডোডার মতো পাহাড়ি জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টিপাত চলছিল। এই কারণেই মাচাইল মাতার মন্দিরে তীর্থযাত্রার রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে সেনাবাহিনীর ডেল্টা ফোর্স, এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আটকে পড়া মানুষদের সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
STORY | Massive cloudburst in J-K's Kishtwar, casualties feared
— Press Trust of India (@PTI_News) August 14, 2025
READ: https://t.co/qfhMbeeq7V
VIDEO: #Kishtwar #JammuAndKashmir
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/TFBxbzpa9h
মাচাইল মাতা মন্দিরের ধর্মীয় বিশ্বাস
মাচাইল মাতা মন্দিরটি জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার পাদের মহকুমায় অবস্থিত। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৫০০ ফুট উচ্চতায় তুষারাবৃত পর্বতমালার মধ্যে অবস্থিত। এখানে মা চণ্ডীর (দুর্গার) পুজো করা হয়।