scorecardresearch
 

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকের দিন বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি সতর্কতা

আগামিকাল জম্মু ও কাশ্মীরে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সেখানে জারি করা হল সতর্কতা।

Advertisement
জম্মু ও কাশ্মীরে বৈঠক কাল জম্মু ও কাশ্মীরে বৈঠক কাল
হাইলাইটস
  • জম্মু ও কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি সতর্কতা
  • আগামিকাল জম্মু ও কাশ্মীরে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামিকাল জম্মু ও কাশ্মীরে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সেখানে জারি করা হল সতর্কতা। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেও সতর্কতাও জারি হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। 

জানা গিয়েছে, এই বৈঠকের জন্য আগামিকাল জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। প্রধানমন্ত্রীর ডাকা এই সর্বদল বৈঠকে উপস্থিত থাকবেন  People's Alliance for Gupkar Declaration (PAGD, কংগ্রেস ও অন্য দলের নেতারা। প্রসঙ্গত, উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর এটাই প্রথম সর্বদলীয় বৈঠক। 

জম্মু ও কাশ্মীরে সর্বদল বৈঠক
জম্মু ও কাশ্মীরে সর্বদল বৈঠক

কারা কারা থাকবেন ? 

এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কবীন্দ্রর গুপ্ত ও জম্মু ও কাশ্মীরের বিজেপির প্রধান রবীন্দ্র রায়না। তাঁরা জম্মু ও কাশ্মীরের উদ্দেশে ইতিমধ্যেই দিল্লি থেকে রওনা দিয়েছেন। মেহবুবা মুফতিরও এই বৈঠকে যোগ দেওয়ার কথা। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বৈঠকে যোগ দেবেন।  

আরও পড়ুন : নুসরত জাহানের পদত্যাগ দাবি দিলীপ ঘোষের

এই বৈঠক নিয়ে  মেহবুবা মুফতি বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই আমরা যা বলার বলব।' 

রাজনৈতিক মহলের একাংশের মতে, ফারুক আবদুল্লার ন্যাশনাল কন্ফারেন্স এবং মেহবুবা মুফতির পিডিপিসহ একাধিক দলের সঙ্গে দেশের বাকি দলগুলির মধ্যে একটি বৈঠকের পর কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।
 

 

Advertisement