Kashmir: উড়িয়ে দেওয়া হল একের পর এক লস্কর জঙ্গির বাড়ি, কাশ্মীরে অ্যাকশনে নিরাপত্তা বাহিনী

জম্মু কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পুলওয়ামায় সক্রিয় সন্ত্রাসবাদীদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ২০২৩ সালের জুন থেকে সক্রিয় লস্কর ক্যাডার এহসান আহমেদ শেখের দোতলা বাড়ি নিরাপত্তা বাহিনী আইইডি বিস্ফোরণে ভস্মীভূত করা হয়। পুলওয়ামার মুরানের বাসিন্দা।

Advertisement
উড়িয়ে দেওয়া হল একের পর এক লস্কর জঙ্গির বাড়ি, কাশ্মীরে অ্যাকশনে নিরাপত্তা বাহিনীলস্কর জঙ্গিদের বাড়ি ধ্বংস করা হচ্ছে

জম্মু কাশ্মীরের পহেলগাঁও হামলার পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পুলওয়ামায় সক্রিয় সন্ত্রাসবাদীদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ২০২৩ সালের জুন থেকে সক্রিয় লস্কর ক্যাডার এহসান আহমেদ শেখের দোতলা বাড়ি নিরাপত্তা বাহিনী আইইডি বিস্ফোরণে ভস্মীভূত করা হয়। পুলওয়ামার মুরানের বাসিন্দা।

আরেকটি অভিযানে, শোপিয়ানের ছোটিপোরা এলাকায় দু'বছর আগে লস্করে যোগদানকারী শাহিদ আহমেদের বাড়িটি উড়িয়ে দেওয়া হয়। পহেলগাঁও হামলার পর এখনও পর্যন্ত মোট পাঁচ জঙ্গির বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

জঙ্গিদের ৫টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে

এছাড়াও, গত রাতে কুলগামের কুইমোতে নিরাপত্তা বাহিনী জাকির গনির তৃতীয় বাড়িটিও ভেঙে ফেলে। ইনি ২০২৩ সালে লস্করে যোগ দেয়। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর থেকে সক্রিয় লস্কর ক্যাডার সন্ত্রাসবাদীদের মোট ৫টি ঘর উড়িয়ে দেওয়া হয়েছে।

আদিল গোজরি (বিজবেহারা)
আসিফ শেখ (ত্রাল) 
আহসান শেখ (পুলওয়ামা)  
শহীদ কুট্টে (শোপিয়ান) 
জাকির গনি (কুলগাম)

শুক্রবার রাতে, নিরাপত্তা বাহিনী কুলগামের কুইমোহে জাকির গনির ঘর উড়িয়ে দেয়, সে ২০২৩ সালে লস্করে যোগ দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে, নিরাপত্তা বাহিনী বিজবেহারায় আদিল থোকারের বাড়িও উড়িয়ে দেয়। এদিকে, গতকাল ত্রালে, নিরাপত্তা বাহিনী আসিফ শেখের ভেঙে দেওয়া হয়।

পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের বাড়ি ভেঙে ফেলার আগে, অনন্তনাগ জেলার বিজবেহারার গোরি এলাকায় পাহেলগাঁও হামলায় জড়িত স্থানীয় সন্ত্রাসবাদী আদিল হুসেন থোকারের বাড়িতে নিরাপত্তা বাহিনী বোমা হামলা চালায়।

আদিল থোকার ওরফে আদিল গুরি নামে চিহ্নিত ওই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সহায়তা করার অভিযোগ রয়েছে।

একই সময়ে, ত্রালে এই হামলায় জড়িত আরেক স্থানীয় সন্ত্রাসবাদী আসিফ শেখের বাড়ি জম্মু ও কাশ্মীর প্রশাসন বুলডোজার ব্যবহার করে ভেঙে ফেলে। সামরিক সূত্র জানিয়েছে, ইস্পাত-টিপযুক্ত বুলেট, ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে চারজন লস্কর-ই-তৈয়বা (এলইটি) সন্ত্রাসবাদীর একটি দল, যারা একে-৪৭ রাইফেল এবং বডি ক্যামেরা পরে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় ২৬ জন প্রাণ হারান।

Advertisement

সন্ত্রাসবাদীদের মধ্যে দুই স্থানীয়ও ছিলেন। সূত্র জানিয়েছে, স্থানীয় দুই সন্ত্রাসবাদীর নাম আদিল হুসেন থোকার, বিজবেহারার বাসিন্দা এবং আসিফ শেখ, ত্রালের বাসিন্দা।

সন্ত্রাসবাদী শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল
সামরিক সূত্রের খবর অনুযায়ী, আদিল ২০১৮ সালে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বৈধভাবে পাকিস্তানে গিয়েছিল। পাকিস্তানে থাকাকালীন সে সন্ত্রাসবাদী শিবিরে প্রশিক্ষণ নেয়। গত বছর জম্মু ও কাশ্মীরে ফিরে আসে। পহেলগাঁও হামলার কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন কিছু সন্ত্রাসবাদী পশতুন ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল। সূত্রের খবর, হামলায় জড়িত সব সন্ত্রাসবাদী পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। তবে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)ও এই হামলার দায় স্বীকার করেছে। তিনি বলেন, টিআরএফ হল লস্কর-ই-তৈয়বার একটি ছায়া গোষ্ঠী।

TAGS:
POST A COMMENT
Advertisement